ছবি সংগ্রহীত
অন্যান্য বছরের মতো এবারও মেরিল-প্রথম আলো ২০২১ পুরস্কারের অন্যতম আকর্ষণ ছিল লালগালিচা। পুরস্কার অনুষ্ঠান শুরুর আগে লালগালিচা মুখর হয়ে উঠেছিল দেশের বিনোদন অঙ্গনের তারকাদের উপস্থিতিতে।
লালগালিচায় কেবল তারকারা ছবির জন্য পোজই দেননি, ঘটেছে মজার সব ঘটনা। সে রকম কিছু ঘটনা পাঠকদের জন্য তুলে ধরা হলো।
সিয়ামও সাদা, সাবিলাও সাদা
প্রায় একই সময়ে লালগালিচায় এসে দাঁড়ান সিয়াম আহমেদ ও টিভি তারকা সাবিলা নূর। সিয়ামের সঙ্গে ছিলেন তাঁর বাবা, সাবিলার সঙ্গে মা।
প্রথমে আলাদা হয়ে ছবি তুললেন দুই তারকা। তারপর সাবিলাকে ডেকে সিয়াম বললেন, ‘ সাবিলা এদিকে আয়।’ সাবিলা তাঁর কাছে গিয়ে দাঁড়াতেই তিনি আলোকচিত্রীর উদ্দেশে বলেন, ‘আমাদের ম্যাচিং হয়ে গেছে। একটা ছবি তুলে দিন।’
লোকে কী বলবে
অভিনেতা এফ এস নাঈম ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল প্রায় একই সময়ে লালগালিচায় পা রাখেন। সামনে ছিলেন সুনেরাহ, পেছনে নাঈম। তাঁদের আলাদা ছবি তোলা হলো। আলোকচিত্রী তাঁদের একত্রে দাঁড়াতে বললে সুনেরাহ বলেন, ‘দম্পতিরা একসঙ্গে ছবি তোলে। আমরা কেন? একসঙ্গে ছবি তুললে লোকে কী বলবে!’ পরে অবশ্য হাসিমুখেই ছবির জন্য পোজ দেন তাঁরা।
নাদিয়াকে আনতে গিয়ে উধাও নাঈম
লালগালিচা থেকে দ্রুত বাইরে বেরিয়ে যান অভিনেতা এফ এস নাঈম। ছবি তোলার জন্য দাঁড়াতে বললে তিনি বলেন, ‘আমি ছবি তুলেছি।
এবার বউকে (নাদিয়া আহমেদ) আনতে যাচ্ছি। একসঙ্গে ছবি তুলব।’ তারপর তাঁকে আর দেখা যায়নি। স্ত্রীকে আনতে গিয়ে উধাও হন নাঈম। পরে আর ফিরে আসেননি