নিজস্ব প্রতিবেদক, নরসিংদী খবর ||
উদ্বোধনের সময় ভেঙে পড়েছে সেতু। সম্প্রতি মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতান্ত্রিক কঙ্গোতে এ ঘটনা ঘটেছে। নিম্নমানের সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করায় সেতুটি ভেঙে পড়েছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, বাঁশের সাঁকো দিয়ে নদী পারাপার হতেন মানুষ। সাঁকোটি প্রায়ই ভেঙে পড়তো। এজন্য বাসিন্দাদের নদী পারাপারের সুবিধায় সেতুটি তৈরি করা হয়েছিল।
সম্প্রতি কর্মকর্তাদের নিয়ে ফিতা কেটে সেতুটির উদ্বোধন করতে যাচ্ছিলেন প্রধান অতিথি। এ সময় হঠাৎ ভেঙে পড়ে সেতুটি। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে সেতুর ওপর দাঁড়িয়ে রয়েছেন কর্মকর্তারা। কেবল ফিতা কাটলেই শেষ হবে অনুষ্ঠান। কিন্তু এক নারী অতিথি ফিতা কাটার জন্য কাঁচি হাতে নিতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে সেতুটি।
ধারণা করা হচ্ছে, অতিরিক্ত ওজনের কারণে ভেঙে পড়েছে সেতুটি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এর গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /নরসিংদী খবর