শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৮:২৬ অপরাহ্ন

ঈদের দিন সারা দেশে বৃষ্টি, কী বলছে আবহাওয়া অফিস

জ্যেষ্ঠ প্রতিবেদক, নরসিংদী জার্নাল / ৭৯ বার
আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

জ্যেষ্ঠ প্রতিবেদক, নরসিংদী জার্নাল।। ঈদের দিন সারা দেশে বৃষ্টি, কী বলছে আবহাওয়া অফিস

আসছে আগামী ১০ জুলাই (রোববার) সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এরই মধ্যে সবাই প্রস্তুতি নিতে শুরু করেছে।

শহর থেকে শুরু করে গ্রাম-গঞ্জের সবখানে বসেছে কোরবানির পশুর হাট। এতো আয়োজনের মধ্যে ঈদের দিন সারা দেশে বৃষ্টিপাত হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।একই সঙ্গে দেশের তিন অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিরও পূর্বাভাস রয়েছে।

অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে তিন অঞ্চলের তাপামাত্রা সর্বোচ্চ পর্যায়ে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক ছানাউল হক মন্ডল

।তিনি বলেন, ‘এখন যেহেতু বর্ষা মৌসুম, সেহেতু সারাদেশেই কম-বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভবনা রয়েছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম থাকবে। দু-একটা জায়গায় হয়তো হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।’

কোন কোন অঞ্চলে ভারী বর্ষণ হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিলেট, রংপুর এবং চট্টগাম বিভাগের দু-একটা জায়গাতে মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে।

আর অন্যান্য জায়গায় বৃষ্টিপাত হবে, আবার কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত হবে না। তবে বৃষ্টিপাত হলেও পরিমাণে কম থাকবে। মানে, সারাদিন ধরে বৃষ্টি হবে, সে ধরনের সম্ভবনা খুবই কম।’

ঈদের দিন সারাদেশের তাপমাত্রা কেমন থাকবে এমন প্রশ্নের জবাবে ছানাউল হক আরও বলেন, ‘তাপমাত্রা স্বাভাবিক অবস্থায় থাকবে। বর্তমানের তাপমাত্রা যেরকম আছে, সেরকমই থাকবে।

হয়তো দু-একটা জায়গাতে সামান্য বাড়তে পারে। সেক্ষেত্রে হয়তো তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে।’

কোন অঞ্চলের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকবে এমন প্রশ্নে এ আবহাওয়াবিদ বলেন, ‘দেশের রাজশাহী, খুলনা ও বরিশাল এ অঞ্চলে তাপমাত্রা একটু বেশি থাকবে। এছাড়া কালবৈশাখের মতো ঝড় বা দমকা হাওয়ার সম্ভবনা নেই।

এর বাইরেও ঈদ পর্যন্ত সাগর মোটামুটি স্বাভাবিক থাকবে। ঈদের পর সাগরের পরিস্থিতি নিয়ে বিস্তারিত বলতে পারবো।’

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ