সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৬ পূর্বাহ্ন

ঈদের দিনে স্ত্রী সহ বাসের বিধান কি?

প্রতিনিধির নাম / ১৫২ বার
আপডেট : শনিবার, ৯ জুলাই, ২০২২

পাঠকের প্রশ্ন : ঈদের রাতে ও দিনে (দুই ঈদ সম্পর্কে) সহবাস করার বিধান কি? আমি কিছু বন্ধু-বান্ধবের কাছ থেকে শুনেছি যে, এটা জায়েয নেই।
উত্তর : আপনি আপনার বন্ধু-বান্ধবের কাছ থেকে যা শুনেছেন, তা সঠিক নয়। বরং ঈদের রাতে ও দিনে স্ত্রী-সহবাস করা বৈধ। শুধুমাত্র রমজান মাসে দিনের বেলায় স্ত্রী-সহবাস করা হারাম।

এছাড়াও হজ কিংবা উমরার ইহরাম অবস্থায় স্ত্রী সহবাস হারাম এবং নারীরা হায়েজ বা নিফাস অবস্থায় থাকলে সহবাস হারাম।স্ত্রীর সাথে মিলনের জন্য কি তাঁর অনুমতি নেয়া প্রয়োজন
•স্ত্রীর সাথে মিলনের জন্য কি তাঁর অনুমতি নেয়া প্রয়োজন ?

মহানবী সা: বলেছেন “ স্বামী যখন তাঁর স্ত্রীকে দৈহিক প্রয়োজনে আহবান করবে, সে যেনো স্বামীর কাছে অত্যন্ত দ্রুত চলে আসে । এমনকি সে রান্না ঘরে রুটি পাকানোর কাজে ব্যস্ত থাকলেও ।”

সুনানে তিরমিযি ১১৬০
ছহীহুল জামে ৫৩৪
*** মহানবী সা: বলেছেন “ যে স্ত্রী স্বামীর ডাকে সাঁড়া না দেয় এবং স্বামী রাগান্বিত অবস্হায় সারারাত একাকী কাটায়, সে স্ত্রীর উপর ফিরিশ্তারা সকাল পর্যন্ত লা’নত দিতে থাকে ।”

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ