শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:২৬ অপরাহ্ন

ঈদুল আজহার ছুটি শেষে অফিস খুলল

প্রতিনিধির নাম / ৭২ বার
আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।  ঈদুল আজহার ছুটি শেষে অফিস খুলল

পবিত্র ঈদুল আজহার তিন দিনের ছুটি শেষে আজ মঙ্গলবার (১২ জুলাই) খুলেছে অফিস, আদালত, ব্যাংক, বিমা ও শেয়ারবাজার। গতকাল সোমবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি শেষ হয়।

রোববার (১০ জুলাই) সারাদেশে মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার, রোববার ও সোমবার সরকারি সাধারণ ছুটি ছিল।

ঈদের ছুটির আগের দিন ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটি। এর আগে গত বৃহস্পতিবার ছিল ঈদের আগে শেষ কর্মদিবস। সেই হিসাবে টানা চার দিন ঈদের ছুটি শেষে আজ কাজে যোগ দেন কর্মজীবীরা।

আজ সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানও খুলেছে। তবে কর্মক্ষেত্রে বিরাজ করছে ঈদের আমেজ। আজ অফিস খুললেও চলতি সপ্তাহে অফিস-আদালতে ঈদের আমেজ কাটবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেকেই ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়েছেন। ফলে আগামী রোববারের (১৭ জুলাই) আগে অফিস-আদালতে স্বাভাবিক অবস্থা ফেরার সম্ভাবনা কম।

বিষয়টি নিয়ে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, আজ সরকারি অফিস খুললেও অনেকে বৃহস্পতিবার পর্যন্ত ছুটি নেওয়ায় আগামী রোববার (১৭ জুলাই) মূলত অফিসে কর্মচাঞ্চল্য ফিরবে। যারা গ্রামে যাননি তারা আজ থেকেই অফিসে আসছেন, তবে সেই সংখ্যা কিছুটা কম।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ