সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০২:২১ পূর্বাহ্ন

  ঈদযাত্রায় সড়কের জন্য কোথাও যানজট হয়নি, দাবি সেতুমন্ত্রীর

প্রতিনিধির নাম / ৭১ বার
আপডেট : মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২

নিজস্ব প্রতিবেদক।।  ঈদযাত্রায় সড়কের জন্য কোথাও যানজট হয়নি, দাবি সেতুমন্ত্রীর

এবার ঈদের সময় সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রায় সড়কের জন্য কোথাও যানজট হয়নি।

ম’ঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ দাবি করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঈদুল আজহার সময় সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল। সড়কের জন্য কোথাও যানজট হয়নি।

যেটা হয়েছে সেটা কিছু ব্যবস্থাপনার ত্রুটি বা সমন্বয়ের অভাবে হয়েছে। একটা রুটে সমস্যা বেশি হয়েছে সেটি হলো উত্তরাঞ্চল। কিন্তু সেটি হওয়ার কথা ছিল না।

তিনি বলেন, এ বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে মেট্রোরেল উদ্বোধন করা হবে। আর সেপ্টেম্বরে উদ্বোধন করা হবে বেকুটিয়া ও কালনা সেতু।পদ্মা সেতুর ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছেন বলেও জানান ওবায়দুল কাদের।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ