বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৫৩ অপরাহ্ন

ইয়া আল্লাহ, ভুলায় দাও ,ভয়ে ঘুমাতে পারছেন না,মাহিয়া মাহি

প্রতিনিধির নাম / ২৭৩ বার
আপডেট : রবিবার, ১৭ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
ভালোবেসে নতুন ঘর বেঁধেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। তাকে এখন পর্দায় খুব একটা দেখা যায় না। তবে পর্দায় দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিজের আবেগ-অনুভূতির কথা ভাগ করে নেন তিনি।

এ জন্য প্রায়ই ফেসবুকে নিজের বিভিন্ন বিষয় স্ট্যাটাসের মাধ্যমে জানান দেন এই চিত্রনায়িকা। শনিবার (১৬ জুলাই) দুপুর ১২টা ১২ মিনিটে ফেসবুকে এক স্ট্যাটাসে ভয়ে ঘুমাতে না পারার কথা জানান ‘অগ্নি’ সিনেমার এই অভিনেত্রী।

এদিন মাহি স্ট্যাটাসে বলেন, ‘ইয়া আল্লাহ, ভুলায় দাও। ভয়ে আমি ঘুমাতে পারি না।’ তার এই স্ট্যাটাসে মন্তব্য করে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক প্রশ্ন করেন, ‘কী হয়েছে?’ জবাবে নায়িকা লিখেন, ভূত। আমি দেখেছি। এছাড়া নিশাত মাহমুদা নামে এক মন্তব্য করে প্রশ্ন করেন, ‘ভূত দেখেছো?’ সেখানেও জবাবে মাহি ‘হুম’ বলেন।

তবে নায়িকার ‘ভূত আতঙ্ক’ বিষয়টি নেটিজেনদের অনেকেই মজার ছলে নিয়েছেন। আবার কেউ কেউ প্রিয় তারকাকে সাহস জোগাতে আল্লাহর প্রতি ভরসা রাখার জন্য বলেছেন।

প্রসঙ্গত, গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী রাকিবের সঙ্গে বিয়ে হয় মাহির। বিয়ের পর স্বামীকে নিয়ে ওমরাহও করেছেন তিনি। আর তাদের সোশ্যাল মিডিয়া থেকে এটা স্পষ্ট যে, বিয়ের পর বেশ সুখে-শান্তিতেই সংসার করছেন তারা।

আরও পড়ুন ??
বিয়ের ড্রেস নিজের টাকায় কেনা, বর্ষাকে ইঙ্গিত করে মিম
এবারের ঈদুল আজহার সিনেমা শুধু পর্দা কিংবা হলেই জমে উঠেনি। তারকাদের কথার লড়াইয়েও জমে উঠেছে। ঈদে মুক্তিপ্রাপ্ত তিনটি সিনেমার নির্মাতা, অভিনেতা-অভিনেত্রীরা পরস্পরকে ইঙ্গিত করে বিভিন্ন মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন।

শুরুটা অভিনেতা অনন্ত জলিল ও নির্মাতা অনন্য মামুনকে ঘিরে হলেও সময়ের সঙ্গে সঙ্গে সেখানে আরও বেশ কিছু নাম জড়িয়েছে। সম্প্রতি সিনেমার প্রচারে গিয়ে ‘দিন: দ্য ডে’ সিনেমার নায়িকা অনন্ত জলিলের স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা ঢাকাই সিনেমার নায়িকাদের নিয়ে প্রশ্ন তুলেন।

সবসময় তিনি কেন অনন্ত জলিলের নায়িকা এমন প্রশ্নের জবাবে বর্ষা বলেন, ‘কী টাইপের নায়িকা আপনাদের পছন্দ? সেই নায়িকা পছন্দ- যারা পেটে সন্তান নিয়ে কিংবা সন্তান প্রসব করে হাইডে (আড়ালে) থাকে? নাকি যারা হেরোইন, ফেনসিডিল

, মদ, গাঁজা নিয়ে ধরা পড়ে পুলিশের হেফাজতে থাকে? যেসব নায়িকা বিয়ের শাড়িটাও স্পন্সর নিয়ে পরে তাদের পছন্দ? তাদেরকে অনন্ত জলিলের সঙ্গে মানাবে? আমি সেই গ্রেডের নায়িকা না। আমি আমার জায়গায় আছি।’

এরপর এই বিষয়ে মুখ খুললেন পরান সিনেমার চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। তিনি বলেন, ‘প্রথমেই বলে রাখি আমার বিয়ের ড্রেস আমার নিজের টাকায় কেনা। আমি মনে করি ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের নিয়ে কিছু বলতে গেলে ভেবে চিন্তে বলতে হয়।’

তিনি আরও বলেন, ‘সকল কো-আর্টিস্টকে সম্মান দিয়ে কথা বলা শিখতে হয়। এটাই আসল বিষয়। সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে। আমি আপনার বদনাম করলাম, আপনি আরেকজনের বদনাম করলেন। এটাতো ঠিক না। আমি আমার পরিবার থেকে এসব শিক্ষা পাইনি

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ