সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০১:২১ পূর্বাহ্ন

“ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তা’র”

রিপু / ৫৩ বার
আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী খবর ||

চট্টগ্রামের পটিয়ায় এক ছাত্রলীগ নেতা ও তার সহযোগীকে ১ হাজার ৪০০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের বঙ্গবন্ধু সড়ক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন পটিয়া পৌরসভা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক গাজী আতিকুল ইসলাম আলভী (২৩) ও তার সহযোগী খুলনা জেলার আশরাফুল ইসলাম শাওন (২০)। গতকাল রাতে তাদের গ্রেপ্তারের সময় পালিয়ে যান নাঈম উদ্দিন (২৪) ও মো. ফাহিম (২৪)।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ মো. আসাদুজ্জামান জানান, উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর এলাকায় গতকাল রাত ১১টার দিকে ছাত্রলীগ নেতা গাজী মো. আতিকুল ইসলাম আলভীসহ চারজনকে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত থাকার খবর পেয়ে সেখানে যায় পুলিশ। ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করতে পারলেও অন্য দুইজন পালিয়ে গেছে।

 

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ   রিপু /নরসিংদী খবর

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ