শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:২৬ পূর্বাহ্ন

ইস্তাম্বুল আলোচনা ‘গঠনমূলক’ ছিল : ভ্লাদিমির মেডিসঙ্কি

রাজু ডিয়ান / ৮০ বার
আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
ইস্তাম্বুল_আলোচনা_‘গঠনমূলক’_ছিল:_ভ্লাদিমির_মেডিসঙ্কি
ইস্তাম্বুল আলোচনা ‘গঠনমূলক’ ছিল : ভ্লাদিমির মেডিসঙ্কি

নিউজ ডেস্ক, নরসিংদী জার্নাল || ইস্তাম্বুল আলোচনা ‘গঠনমূলক’ ছিল : ভ্লাদিমির মেডিসঙ্কি

তুরস্কের ইস্তাম্বুলে কয়েক ঘণ্টা ধরে চলা আলোচনাকে ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছেন রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেডিসঙ্কি।
মঙ্গলবার এ কথা জানিয়েছেন রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেডিসঙ্কি।
ভ্লাদিমির মেডিসঙ্কি আরও জানান, ইউক্রেনের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেগুলো এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বিবেচনার জন্য রাখা হবে।
তিনি আরও বলেন, রাশিয়ান এবং ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সংঘর্ষের অবসান ঘটাতে একটি চুক্তিতে সম্মত হলে পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের সম্ভাবনা ছিল।
এর আগে ইস্তাম্বুলে মঙ্গলবার শান্তি আলোচনায় বসেন রাশিয়া-ইউক্রেনের সমঝোতাকারীরা। সেই সমঝোতার মধ্যস্থতাকারী হিসেবে আছেন রুশ ধনকুবের ও ইংলিশ ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচ।
সূত্র: আল-জাজিরা
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। রাজু ডিয়ান/ নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ