ইসরায়েলের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি অর্থাৎ ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ) সই করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। ২০২০ সালে ইহুদিবাদী রাষ্ট্রটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইউএই। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে আজ মঙ্গলবার এ তথ্য জানানো হয়।
কয়েক মাসের আলোচনার পর আজ মঙ্গলবার দুবাইয়ে ইসরায়েলের অর্থনীতি ও শিল্পবিষয়ক মন্ত্রী ওর্না বারবিভাই ও আরব আমিরাতে অর্থনীতি বিষয়ক মন্ত্রী আবদুল্লাহ বিন তুক আল-মাররির উপস্থিতিতে এ চুক্তি সই হয়। আরব আমিরাতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত টুইটারে লেখেন, কয়েক ঘণ্টার মধ্যেই এফটিএ সই হবে।
পরে ওই টুইটের মন্তব্যের ঘরে তিনি লেখেন ‘হয়ে গেছে।’ চুক্তির ফলে এ বছরের শেষ নাগাদ অন্তত এক হাজার ইসরায়েলি কোম্পানি আরব আমিরাতে ব্যবসার প্রসার ঘটাতে পারবে। অন্যদিকে, আরব আমিরাতের ব্যবসা প্রতিষ্ঠানগুলোও ইসরায়েলে ব্যবসার সুযোগ নিতে পারবে বলে ইউএই সরকারের পক্ষ থেকে জানানো হয়। পড়ুন এবার নতুন কিছু, দেওয়ালের কোন রং বাড়িয়ে দেয় যৌ.নতার আকাঙক্ষা? কী বলছেন বিশেষজ্ঞরা
বিশেষজ্ঞরা বলছেন, শোয়ার ঘরের দেওয়াল ও আসবাবের নির্দিষ্ট কিছু রং নাকি বাড়িয়ে দিতে পারে অন্তরঙ্গতার তীব্রতা। শোয়ার ঘর কি শুধুই ঘুমানোর জায়গা? মোটেই নয়। শয়নকক্ষ কাছের মানুষটিকে আরও কাছে পাওয়ার, ঘনিষ্ঠতার আড়ালও বটে। বিশেষজ্ঞরা বলছেন,
অন্তরঙ্গতার মুহূর্তের উদ্দামতা অনেকটাই নির্ভর করে শোয়ার ঘরের পরিবেশের উপরেও। বিশেষ করে, শোয়ার ঘরের দেওয়াল ও আসবাবের নির্দিষ্ট কিছু রং নাকি বাড়িয়ে দিতে পারে অন্তরঙ্গতার তীব্রতা। একটি ব্রিটিশ হোটেল সংস্থার পক্ষ থেকে শয়নকক্ষের রং নিয়ে প্রায় ২০০০ জনের উপর একটি সমীক্ষা চালানো হয়।
সমীক্ষার ফলাফল বলছে, আসমানি রঙের দেওয়াল এক ধরনের শান্তির অনুভূতি দেয়। তাই এই রঙের দেওয়াল থাকলে ভাল হয় ঘুম। আর ঘরে নীল রঙের দেওয়াল থাকলে খুশি থাকে মন। ঘুম ভাল করতে সহায়তা করে কিছু কিছু বিশেষ ধরনের হলুদ রংও। সমীক্ষকদের দাবি, এই রংগুলি স্নায়ুকে শিথিল করতে ও উত্তেজনা প্রশমনে সহায়তা করে।
রূপোলি রঙের দেওয়াল নাকি আবার জ্যোৎস্নার কথা মনে করিয়ে দেয় মানুষকে। তাই এই রংটিও ঘুমে সহায়তা করতে পারে বলেই মত সমীক্ষকদের। অন্য দিকে ধূসর, খয়েরি কিংবা বেগুনি রঙের দেওয়াল ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে বলে জানিয়েছেন সমীক্ষকরা।
শুধু ঘুম নয়, কোন রং যৌন জীবন ভাল করতে পারে, তা নিয়েও সমীক্ষা চালান সমীক্ষকরা। তাঁরা জানাচ্ছেন, ক্যারামেল রঙের দেওয়াল থাকলে সবচেয়ে বেশি বার যৌনতায় লিপ্ত হয়েছেন মানুষ। তাঁদের দাবি এই রঙের ঘরে থাকা দম্পতিরা সপ্তাহে গড়ে তিন বার লিপ্ত হয়েছেন যৌন মিলনে। অন্য দিকে লাল রংকে ভালবাসার রং বলে ভাবা হলেও, সমীক্ষা কিন্তু বলছে, লাল রঙের ঘরে সপ্তাহে গড়ে মাত্র এক বার যৌনতায় মেতেছেন মানুষ।