নিজস্ব প্রতিবেদক|| ইসরায়েলকে এবার কড়া হুঁশিয়ারি চীনের।
মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ ও অপ,প্রচারে প্রভাবিত হয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করতে দখলদার ইস,রায়েলকে সতর্ক করে দিয়েছে চীন। চীনের প্রভাবশালী কূটনীতিক লিও জিয়ানচাও সেদেশে নিযুক্ত ইস,রায়েলি রাষ্ট্রদূত ইরিত বেন আব্বা-কে পাঠানো এক বার্তায় হুঁশি,য়ারি দিয়েছেন।
লিও বলেছেন, ‘মার্কিন চাপে প্রভাবিত হয়ে আচরণ করা ইস,রায়েলের উচিত হবে না। চীনের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘ,নের সব অভিযোগ ভিত্তিহীন এবং তা অপবাদ। এর মাধ্যমে চীনের জনগণকে অপমান করা হচ্ছে। গত ৪০ বছরে কারো দিকে একটা গু,লি নিক্ষেপ করেনি চীন। কিন্তু আমেরিকা বহু বছর ধরে আফ,গানিস্তান ও ই,রাকে যু,দ্ধ চালিয়েছে।’
লিও জিয়ানচাও বলেন, ‘বিদেশি চাপের মুখে ইস,রায়েল যদি চীনের অবমাননা করে তাহলে তা হবে তাদের একটা রাজনৈতিক ভুল।’ ফিলি,স্তিনিদের বিরুদ্ধে ইস,রায়েলি আ,গ্রাসন ও হ,ত্যাযজ্ঞের বিরুদ্ধে জাতিসংঘসহ বিভিন্ন ফোরামে সোচ্চার ভূমিকার কারণে তেল আবিব অনেক দিন ধরেই বেইজিং’র ওপর অসন্তুষ্ট। এ অবস্থায় গত জুনে আমেরিকার পথ অনুসরণ করে চীনের বিরুদ্ধে একটি বিবৃতিতে সই করেছে দখলদার ই,সরায়েল।
ঐ বিবৃতিতে উই,ঘুর মুসলমানদের বিষয়ে চীনের নীতির নিন্দা জানানো হয়েছে। আমেরিকা ও ইহু,দিবাদী ইস,রায়েল হচ্ছে বিশ্বের মুসলমানদের প্রকাশ্য শ,ত্রু। তারা নানাভাবে কার্যক্ষেত্রে তা প্রমাণ করেছে। তবে কখনো কখনো শ,ত্রুপক্ষকে চাপে ফেলতে মুসলিম ইস্যুকে পুঁজি করতেও ভুল করে না এই দুই আধিপত্যকামী শক্তি।
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ।