আন্তর্জাতিক ডেস্ক || ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বাধা দিবে ইরানকে পরমাণু অস্ত্র তৈরিতে ।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ নেতারা যৌথভাবে অঙ্গীকার করেছেন যে তারা ইরানকে পরমাণু অ’স্ত্র তৈরি করতে দিবেন না। এর মাধ্যমে ইরান ইস্যুতে দু’দেশ আবারও ঐক্যবদ্ধ হলো। বৃহস্পতিবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এমন সংবাদ প্রকাশ করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বৃহস্পতিবার ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির বি’রুদ্ধে ঐক্যবদ্ধ হন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার ল্যাপিড। তারা পরস্পরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা তেহরানকে পরমাণু শক্তি অর্জনে বাধা দিবেন। এর মাধ্যমে দীর্ঘ দিন ধরে বিতর্কিত ইরান ইস্যুতে দু’বন্ধুরাষ্ট্র একতাবদ্ধ হয়েছে।’
বাইডেনের চার দিনের মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় দিনে পশ্চিম জেরুসালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকের পর দু’দেশ এ ঘোষণায় স্বাক্ষর করে। এ সময় এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানকে পারমাণবিক অস্ত্রে সয়ংসম্পূর্ণ হওয়া থেকে বিরত রাখতে মার্কিন যুক্তরাষ্ট্র তার ‘জাতীয় শক্তির সকল উপাদান’ ব্যবহার করবে।
ওই যৌথ ঘোষণায় এটাও বলা হয় যে ইসরায়েলে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত থাকবে। এ যৌথ ঘোষণায় স্বাক্ষরের পর এক সংবাদ সম্মেলনে বাইডেন ও ল্যাপিড উভয়ে ইসরাইল-মার্কিন সম্পর্কের সমর্থনে কথা বলেন এবং ‘ইরান-হু’মকি’র কথা বলেন। তবে ঘোষণাটি তুলনামূলকভাবে প্রতীকী এবং ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরোধিতার পুনর্নিশ্চিতকরণ।
বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার মধ্যপ্রাচ্য সফরের শুরুতে ইসরায়েলে অবস্থান করছেন।
এরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার সফরের অংশ হিসেবে পশ্চিম তীরে যাবেন। সেখানে তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে দেখা করবেন। এছাড়া জেদ্দা শহরে আয়োজিত আরব আঞ্চলিক সম্মেলনে অংশ নিতে জো বাইডেন বৃহস্পতিবার ইসরায়েল থেকে সরাসরি সৌদি আরবে যাবেন।
সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, ইরাক, জর্ডান ও মিশরের নেতাদের অংশগ্রহণে ওই আরব আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হবে
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। আশিকুল/নরসিংদী জার্নাল