শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৫:৫০ অপরাহ্ন

ইরানে ভয়াবহ বন্যা ও ভূমিধস, প্রা’ণহানি ২২

প্রতিনিধির নাম / ১০৭ বার
আপডেট : রবিবার, ২৪ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশ। আকস্মিক বন্যায় এখনও পর্যন্ত ২২ জনের প্রাণহানির কথা নিশ্চিত করেছে প্রশাসন। নিখোঁজ রয়েছেন আরও ৩ জন। খবর দ্য গার্ডিয়ানের।

কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২২ জুলাই) থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয় শুরু হয় অঞ্চলটিতে। ২৪ ঘণ্টার টানা বৃষ্টিতে দেখা দেয় বন্যা পরিস্থিতি ও ভূমিধস। পানির তোড়ে ভেসে গিয়ে ঘটেছে প্রাণহানির ঘটনা। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, দোকানপাটসহ বেশ কিছু স্থাপনা।

বন্যার পানিতে ভেসে গেছে অন্তত ১৫টি গাড়ি। দুর্যোগ কবলিত এলাকায় আটকা পড়েছেন প্রায় শ’খানেক বাসিন্দা। তাদের মধ্যে ৫৫ জনকে উদ্ধার করা হয়েছে।নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

বৃষ্টিপাত অব্যাহত থাকায় বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর পানি। ফলে অবনতি হতে পারে বন্যা পরিস্থিতির। এর আগে ২০১৯ সালে এই অঞ্চলে ভয়াবহ বন্যায় প্রাণ হারান কমপক্ষে ৭৬ জন

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ