বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ০৫:১৪ পূর্বাহ্ন

ইরানে ট্রেন দু”র্ঘটনায় ১০ জন নি’হত

প্রতিনিধির নাম / ১০২ বার
আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২

ছবি: সংগৃহীত
ইরানের মাশহাদ এবং ইয়াজদ শহরের মধ্যে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে। বুধবার (৮ জুন) ভোরে পূর্ব ইরানে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়। খবর ডয়চে ভেলে।

খবরে জানা যায়, দুর্ঘটনাকবলিত ট্রেনটিতে ৩৫০ জন যাত্রী ছিল । এ ঘটনায় অ্যাম্বুলেন্স এবং তিনটি হেলিকপ্টারসহ উদ্ধারকারী দল দুর্ঘটনাস্থলে পৌঁছেছে। কিন্তু ওইখানে যোগাযোগ ব্যবস্থা দুর্বল।

মরুভূমির শহর তাবাস থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে এ ঘটনাটি ঘটে। ওই খবরে আরও জানা যায়, ভোরের অন্ধকারে ট্রেনের সাতটি বগির মধ্যে চারটি লাইনচ্যুত হয়।

এবিষয়ে রেলওয়ের একজন কর্মকর্তা রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএকে বলেছেন, ট্রেনটি একটি মাটি খননকারীর সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে।
ইরানে সারা দেশে প্রায় ১৪০০০ কিলোমিটার জুড়ে রেললাইন রয়েছে।

উল্লেখ্য, ইরানে ২০০৪ সালে পেট্রল, সার, সালফার এবং তুলা বোঝাই একটি ট্রেন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল। যে ঘটনায় প্রায় ৩২০ জন নিহত এবং ৪৬০ জন আহত হয়েছিল। এ ঘটনায় পাঁচটি গ্রামও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ