সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৭ পূর্বাহ্ন

ইতিহাস হকিতে নাকি অতীতের পুনরাবৃত্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক / ৭৯ বার
আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২

জ্যেষ্ঠ প্রতিবেদক || ইতিহাস হকিতে নাকি অতীতের পুনরাবৃত্তি |

বাংলাদেশের হকিতে হঠাৎ সুসময় ফিরছে৷ আন্তর্জাতিক হকি র‌্যাংকিংয়ে বাংলাদেশ এখন ২৭তম স্থানে আছে। এই ঐতিহাসিক র‌্যাংকিংয়ের পর আরেকটি ইতিহাসের সামনে বাংলাদেশ। আগামীকাল বুধবার পাকিস্তানকে হারাতে পারলে বাংলাদেশ এশিয়া কাপে প্রথম বারের মতো পঞ্চম হবে।

এশিয়ার সেরা পাঁচে জায়গা করে নেওয়ার লড়াইয়ে আগামীকাল বুধবার নামছেন রাসেল মাহমুদ জিমিরা। ইন্দোনেশিয়ায় জাকার্তার জিবিকে হকি গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর সাড়ে বারোটায় শুরু হবে ম্যাচটি। প্রতিপক্ষ এশিয়ার তো বটেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান। তবে পাকিস্তানের সেই ধার নেই, তাই সেমিফাইনালের পরিবর্তে পঞ্চম স্থান নির্ধারণী খেলতে হচ্ছে।

এএইচএফ কাপে ওমানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমস বাছাইয়ে এই ওমানের কাছে হেরেই রানার্সআপ ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে জিমিদের। এশিয়া কাপ হকিতেও দুর্দান্ত লড়েছেন লাল সবুজের খেলোয়াড়রা। দক্ষিণ কোরিয়া (৬-১) ও মালয়েশিয়ার (৮-১) কাছে হারলেও ওমানকে ২-১ গোলে হারিয়ে স্থান নির্ধারণী ম্যাচ পেয়েছিল বাংলাদেশ।

সেখানে স্বাগতিক ইন্দোনেশিয়াকে ৪-২ গোলে হারিয়ে এখন পঞ্চমস্থানের জন্য লড়াইয়ের অপেক্ষায়। স্থান নির্ধারণী ম্যাচে পাকিস্তানও ৫-২ গোলে ওমানকে হারিয়ে এখন বাংলাদেশের মুখোমুখি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। আশিকুল/নরসিংদী জার্নাল

 

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ