সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১২:৩৭ পূর্বাহ্ন

ইউপি সদস্যকে ১৪২ পিস ইয়াবা সহ আটক করলেন পুলিশ!

রাব্বি মল্লিক / ১৬৬ বার
আপডেট : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

নোয়াখালীর হাতিয়ায় ১৪২ পিস ই য়াবাসহ আক্তারুল ইসলাম বুলবুল (৪০) নামে এক ইউপি সদস্যকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার রাতে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের গুল্লাখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক বুলবুল গুল্লাখালী গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে। সে বুড়িরচর ইউনিয়নের ১নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. ইফতেখারুল আলম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালায় কোস্টগার্ডের একটি টিম।

এ সময় বুলবুলকে আটক করে তার শরীর তল্লাশি করে ই য়াবাগুলো পাওয়া যায়। কোস্টগার্ডের দাবি বুলবুল ইয়াবাগুলো বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। এদিকে আটক বুলবুলকে রাতেই হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে মা দক আইনে একটি মামলা করেন।

এ ব্যাপারে হাতিয়া থানা পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস বলেন, কোস্টগার্ডের করা মামলায় বুলবুলকে আটক দেখানো হয়েছে। রোববার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ