বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:১৫ পূর্বাহ্ন

মোবাইলে প্রেম, বিয়ের কথা বলে রি সোর্টে নিয়ে এ.কাধিকবার ধ.র্ষণ

প্রতিনিধির নাম / ৯৮২ বার
আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

নারায়ণগঞ্জে বিয়ের আশ্বাসে এক নারীকে রিসোর্টে নিয়ে ধ,র্ষ’ণের অভিযোগ উঠেছে প্রবাস ফেরত যুবক হৃদয় মিয়ার (৩২) বিরুদ্ধে। এ ঘটনায় ভু.ক্তভোগী ওই নারী বন্দর থানা সোমবার (২৫ জুলাই) নারী ও শি’শু নির্যা’তন দমন আ’ইনে মা’মলা (মা’মলা নং-৪৭/৩০২) দায়ের করেন।

এ ঘটনায় ভ,য়ভী’তি প্রদানের অভিযোগে হৃদয় মিয়ার বড় ভাই সুমন (৪০) ও ভাইয়ের স্ত্রী আমিনা বেগমকেও (৬০) মা’ম ‘লায় আ’সামি করা হয়েছে।
অভিযুক্ত যুবক হৃদয় মিয়া আলীরটেক ইউনিয়নের পুরাতন গোগনগরের মো. ইদ্রীস আলীর ছেলে।

ওই নারীর দাবি, ‘বিয়ের আশ্বাসে বন্দর উপজেলার মদনপুর এলাকায় সাইরা গার্ডেনে নিয়ে দিনের পর দিন তাকে ধ’,র্ষ’ণ করেছেন অভিযুক্ত যুবক হৃদয় মিয়া। তবে বিয়ের কথা বললে নানা টালবাহানা ও জোর আপত্তি করছেন তিনি।’

অভিযোগে ওই নারী উল্লেখ করেন, ‘হৃদয় মিয়া ওমানে থাকা অবস্থায় মোবাইল ফোনে তার সঙ্গে পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। চলতি বছরের ২০ জানুয়ারি হৃদয় ওমান থেকে দেশে ফেরেন।

এরপর তাকে বন্দরের বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যান। মদনপুরের সাইরা গার্ডেন রিসোর্টে নিয়ে বিয়ের আশ্বাসে ইচ্ছার বি’রু’দ্ধে একাধিকবার ধ,র্ষ’ণ করেন।’ সবশেষ ৩১ মে তাকে ধ’র্ষ’ণ করা হয়েছে। পরে বিয়ের জন্য তিনি দাবি তুললে হৃদয় বিয়ে করবে না বলে স্পষ্ট জানিয়ে দেন।
আরো পড়ুনঃ পু’লিশ সদস্যের স্ত্রী’র নামে আশ্রয়ণ প্র’কল্পের ঘর

আরো পড়ুন ১ মিনিটেঃদুদকের মা মলায় ওসি প্রদীপ ও তার স্ত্রীর কারা.দণ্ড

এ ঘটনার পর বিয়ের দাবিতে হৃদয়ের বাড়িতে যান ভুক্তভোগী ওই নারী। তার ভাই ও মাকে সবকিছু জানালে তারা ভয়ভীতি প্রদর্শন করে হু,ম’কি দেন। পরে বাধ্য হয়ে ওই নারী আ’ই’নের আশ্রয় নেন। এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, নারীর অভিযোগের ভিত্তিতে ধ,র্ষ’ণ মা’মলা গ্রহণ করা হয়েছে এবং আসামিকে গ্রে ফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ