বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৭:১৮ অপরাহ্ন

‘আসল ঈদযাত্রা’ শুরু, কমলাপুরে লাখো মানুষের ঢল

জ্যেষ্ঠ প্রতিবেদক, নরসিংদী জার্নাল / ৬৪ বার
আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২

জ্যেষ্ঠ প্রতিবেদক, নরসিংদী জার্নাল।। ‘আসল ঈদযাত্রা’ শুরু, কমলাপুরে লাখো মানুষের ঢল

অধিকাংশ সরকারি-বেসরকারি অফিসে পবিত্র ঈদুল আজহার ছুটি আজ (৭ জুলাই) থেকে শুরু হয়েছে। আগামীকাল শুক্রবার হওয়ায় একদিন আগেই শুরু হচ্ছে এ ঈদের ছুটি।

বৃহস্পতিবার অফিস টাইম শেষে ঘরমুখো মানুষের ঢল নামে কমলাপুর রেলস্টেশনে। এতদিন মানুষ স্বাচ্ছন্দে বাড়ি ফিরলেও আজ ট্রেনে বা অন্যান্য বাহনে প্রচণ্ড চাপ বাড়েছে বিকাল থেকেই। যারা গত ৩ জুলাই ট্রেনের টিকিট কেটেছিলেন আজকে তারা যেতে পারবেন।

আজ রাত সাড়ে ৮টার দিকে কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে দেখা যায়, যেন তিল ধারণের ঠাই নেই স্টেশনের প্লাটফর্ম গুলোতে। ব্যাগ-গাট্টি কাঁধে নিয়ে কাঙ্খিত ট্রেনের অপেক্ষায় আছেন মানুষ।

প্লাটফর্মে অবস্থানরত দিনাজপুরগামী যাত্রী শরিফুল বলেন, ‘গত কয়েকদিন ভিড় ছিল না। আজকে শুরু হয়েছে আসল ঈদযাত্রা।’ আরেক যাত্রী মুকুল বলেন, ‘স্টেশনে যে ভিড় দেখতেছি, কিভাবে ট্রেনে উঠবো চিন্তা করছি।’

এ রিপোর্ট লিখা পর্যন্ত পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস ৮ টার সময় ছাড়ার কথা থাকলেও তা এক ঘন্টা লেটে ৯টায় সম্ভব্য সময় দেওয়া আছে। কুড়িগ্রাম এক্সপ্রেস ৮টা ৪৫মিনিটে ছাড়ে গেছে।

এদিকে ঈদযাত্রার ফিরতি টিকিট আজ থেকে দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার দেওয়া হয় ১১ জুলাইয়ের ট্রেনের ফিরতি টিকিট। ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে ১১ জুলাই।

অনলাইন টিকিটের অর্ধেক ওয়েবসাইটে এবং অর্ধেক অ্যাপে বিক্রি করা হবে।এবার ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। সেগুলো হলো- দেওয়ানগঞ্জ স্পেশাল, চাঁদপুর স্পেশাল ১, ২, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (পঞ্চগড়) ঈদ স্পেশাল, শোলাকিয়া স্পেশাল ১, ২।

এদিকে ৬ জুলাই থেকে ঢাকামুখী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি ও রংপুর এক্সপ্রেস ট্রেনগুলোর বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দিচ্ছে না। ৯ জুলাই পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে।

এছাড়া ১৪ জুলাই পর্যন্ত মিতালি এক্সপ্রেস এবং ৭ থেকে ১৪ জুলাই পর্যন্ত মৈত্রী এক্সপ্রেস ও বন্ধন এক্সপ্রেস ট্রেন চলাচল করবে না।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ