শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪১ পূর্বাহ্ন

আসছে বেলাল-লোপা’র ‘সুবহান আল্লাহ’

রাজু ডিয়ান / ১৬২ বার
আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২
আসছে_বেলাল_লোপা’র_‘সুবহান_আল্লাহ’
আসছে বেলাল-লোপা’র ‘সুবহান আল্লাহ’

নিউজ ডেস্ক, নরসিংদী জার্নাল || আসছে বেলাল-লোপা’র ‘সুবহান আল্লাহ’

বাংলা নববর্ষকে সামনে রেখে নতুন গানে কণ্ঠ দিয়েছেন সদ্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত শিল্পী বেলাল খান ও লোপা হোসেইন। গানের শিরোনাম ‘সুবহান আল্লাহ’।এর আগেও বেলাল-লোপা’র ২টি গান ‘সামান্য সম্বল ও বুকের মাঝে বেশ জনপ্রিয়তা পায়। তারই ধারাবাহিকতায় আবারও একসাথে কণ্ঠ দিলেন ‘সুবহান আল্লাহ’ শিরোনামের এই গানটিতে।
গানের কথা ও সুর করেছেন সীরাজুম মুনির। সংগীত আয়োজন করেন জেকে মজলিস। এরই মধ্যে বিএফডিসি এবং পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে গানের দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ভিডিও নির্মাণ করেছেন মাহিন আওলাদ।গানটিতে মডেল হিসেবে থাকছেন বড় পর্দার অভিনেতা কায়েস আরজু ও জনপ্রিয় মডেল অভিনেত্রী শাকিলা পারভীন।

গানটি প্রসঙ্গে লোপা হোসেইন বলেন, ‘এটি একটি রোমান্টিক গান। কিন্তু গতানুগতিক নয়। কথায় যেমন নতুনত্ব আছে, ঠিক তেমনি সুরেও আছে ভিন্নতা। অন্তরার সুর দুরকম। একটি অন্তরা গেয়েছেন বেলাল খান আরেকটি আমি। মিউজিকও দারুণ হয়েছে। এখন দেখা যায় মিউজিক ভিডিওতে তেমন বিশেষ কোনো আয়োজন থাকে না। কিন্তু মাহিন ভাই এফডিসিতেই গানের গল্পের প্রয়োজনে সেট বানিয়ে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন। গানটি নিয়ে আমরা খুব আশাবাদী।’ আরজু বলেন, ‘মাহিন মেধাবী একজন নির্মাতা। তার গল্প নির্বাচন, মেকিং, কাজের প্রতি ভালোবাসা-এসব ভালো লাগে বলেই তার নির্দেশনায় কাজ করেছি।’ শাকিলা পারভীন বলেন, ‘গানটি খুবই চমৎকার। দুজনই দারুণ গেয়েছেন। মিউজিক ভিডিওর গল্পটা বেশ মন ছুঁয়ে যাওয়ার মতো। আমি সত্যিই ভীষণ আশাবাদী।’ লোপা হোসেইন বলেন, বাংলা নতুন বছরে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘লোপা হোসেইন’-এ গানটি প্রকাশ পাবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। রাজু ডিয়ান/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ