সাভার (ঢাকা) উপজেলা প্রতিনিধি।। আশুলিয়ায় পার্সেল ডেলিভারির ছলে ডা’কাতির চেষ্টা, আ’টক ২
আশুলিয়ায় দিনে-দুপুরে পার্সেল ডেলিভারিম্যান পরিচয় দিয়ে ডাকাতির সময় হাতে নাতে দুইজনকে আটক করে গণধোলাই দিয়েছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ মে) দুপুরে আশুলিয়ার পলাশবাড়ি বটতলা এলাকার মধ্যপ্রাচ্য প্রবাসী মোছলেম রহমানের ‘শিরিন ভিলা’ নামে ৫ তলা বাড়ির ৩ তলায় এই ঘটনা ঘটে। শিরিন আক্তার ও সন্তানসহ ৩ তলায় বসবাস করতেন।
আটকরা হলেন গোপালগঞ্জ কাশিয়ানি থানার মাঙ্গড়া গ্রামের মো. রেজাউল মোল্লার ছেলে সজল মোল্লা (২১)। বর্তমানে জামগড়া বসবাস করছেন। অপরজন লক্ষ্মীপুর জেলার হাজীপাড়া গ্রামের মৃ’ত কাশেম মিয়ার ছেলে মো. রহমান ওরফে সুমন (৩৭)। বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজারে বসবাস করতেন।
প্রবাসীর স্ত্রী শিরিন জানান, দুপুরে কুয়েত থেকে শিরিনের কাছে পার্সেল এসেছে বলে দুই যুবক তাদের বাড়ি আসে। কোনো ধরনের পার্সেল তাদের আসার কথা নয় বললে তার কপালে পি’স্তল ঠেকিয়ে মুখ চেপে ধরে। এ সময় শিরিনের দুই সন্তান ছুটে এলে তাদের কপালেও পি’স্তল ঠেকিয়ে ভয় দেখায় তারা। পরে ছেলে ডা’কাত বলে চিৎকার দিলে বাড়ির ভাড়াটিয়ারা গেট আটকে দেয়। এরপর তারা দুজনকে আ’টকে মা’রধর করে ।
স্থানীয়রা বলেন, হঠাৎ করে মোছলেম রহমানের বাড়িতে ডাক-চিৎকার শুনে আমরা এগিয়ে যায়। এ সময় পি’স্তল হাতে দুইজন তাড়াহুড়া বের হতে চাইছিল। আমরা বাধা দিলে হামলার চেষ্টা করে। পরে স্থানীয়রা সবাই একত্রে হয়ে তাদের ধরে ফেলি। তাদের উত্তেজিত জনতা মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্তলে আসে ও দুইজনকে তাদের হাতে সোপার্দ করা হয়।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপরাশেন) আব্দুর রাশিদ বলেন, আটক দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি তারা ওই বাড়িতে ছিনতাইয়ের উদ্দেশ্যে হা’মলা চালায়। এ সময় একটি রিভালবরসহ দেশি অ’স্ত্র জ’ব্দ করা হয়েছে। এ ঘটনায় মা’মলা দায়ের প্রক্রিয়া চলছে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। তাসরিফ/নরসিংদী জার্নাল