রবিবার, ০৪ জুন ২০২৩, ১২:৩৮ অপরাহ্ন

আমি মানুষের নে’তা হতে চাই: অনন্ত জলিল

প্রতিনিধির নাম / ৫১ বার
আপডেট : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

বিনোদন ডেস্ক্‌।। আমি মানুষের নে’তা হতে চাই: অনন্ত জলিল

অসম্ভবকে সম্ভব করাই অনন্ত জলিলের কাজ— সংলাপটি পর্দায় দিলেও বাস্তবে এমনই এক অসম্ভবকে সম্ভব করতে চান এই প্রযোজক ও নায়ক। ঢাকা শহরের যানজট সমস্যার সমাধান করতে চান তিনি।

পাশাপাশি নেতা হওয়ার আশাও পোষণ করেন। এবার ঈদে এক টিভি অনুষ্ঠানে হাজির হচ্ছেন অনন্ত-বর্ষা। সেখানেই এমনটা জানিয়েছেন তিনি।

অনন্ত ও বর্ষাকে ঘিরে তৈরি এই অনুষ্ঠানের নাম ‘আড্ডা দ্য মিটিং অনন্ত-বর্ষা’। ভিন্ন আঙ্গিকে সাজানো এই আড্ডার বিশেষ দিক হলো, এখানে থাকবে না কোনো উপস্থাপক। অনন্ত ও বর্ষা নিজেরাই বিভিন্ন সময় প্রশ্নকর্তা ও উত্তরদাতার ভূমিকা পালন করবেন এখানে।

বর্ষা অনুষ্ঠানের একপর্যায়ে অনন্তর কাছে জানতে চান, সিনেমার বাইরেও মানুষের বিপদে এগিয়ে আসতে দেখা যায় তাকে। এর কারণ কী? রাজনীতিতে নাম লেখানোর ইচ্ছা আছে নাকি তার?

উত্তরে অনন্ত বলেন, ‘রাজনীতি করব কি না জানি না। তবে আমি মানুষের নেতা হতে চাই। আমি যদি চেরাগ পেতাম তাহলে প্রথমেই বলতাম, এদেশের মানুষকে সচ্ছল করে দাও। আর ঢাকা শহর থেকে জ্যাম সরিয়ে দিতাম।’

জানা গেছে, ঈদের দিন বিকেলে বাংলাভিশনে প্রচারিত হবে অনুষ্ঠানটি। এ প্রসঙ্গে চ্যানেলটির অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, ‘ভিন্নভাবে দর্শকের সামনে তাদের কাজ এবং ব্যক্তিজীবনের গল্প তুলে ধরা হবে এই অনুষ্ঠানের মাধ্যমে।

এই জুটির ঈদের ছবিসহ তাদের তারকা হওয়া ও আনন্দ-বেদনাসহ নানান গল্প দর্শক জানতে পারবেন। আশা করি, দর্শকের ভালো লাগবে।’

রাজধানীর একটি অভিজাত হোটেলে আড্ডা দ্য মিটিংয়ের দৃশ্যধারণের কাজ সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন গুলশান হাবিব রাজীব।

এবার ঈদে মুক্তি পাচ্ছে অনন্ত-বর্ষা জুটির নতুন সিনেমা ‘দ্বীন দ্য ডে’। ইরান ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন ইরানি নির্মাতা মুর্তাজা ওতাশ জমজম।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ