বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৮:৩৭ অপরাহ্ন

আমি একজন খু নি, আমার বেঁচে থাকার ইচ্ছা নেই: স্ত্রী-সন্তানকে হ.ত্যার পর বাবু

প্রতিনিধির নাম / ২৮১ বার
আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২

স্ত্রী ও দুই মেয়েকে হ.ত্যার ঘটনা স্বীকার করে পুলিশের কাছে নিজের জবানবন্দি দিয়েছেন জহুরুল ইসলাম বিশ্বাস ওরফে বাবু। শ্বশুরবাড়ির উপর ক্ষু.ব্ধ হয়েই এই কাণ্ড ঘটান তিনি। হ.ত্যাকা.ণ্ডের পর শুক্রবার মধ্যরাতে নিহ.ত সাবিনা ইয়াসমিন বীথির বাবা শেখ মুজিবর রহমান বাদী হয়ে থানায় মা.মলা করেন।

তিনি বলেন, ‘পারিবারিকভাবে ২০১১ সালে আমার মেয়ে সাবিনা ইয়াসমিন বীথির সঙ্গে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মশিউর বিশ্বাসের ছেলে জহুরুল ইসলাম বিশ্বাস ওরফে বাবুর বিয়ে হয়। এরপর তাদের সংসারে দুটি কন্যাসন্তান জন্মগ্রহণ করে।

কিন্তু বিয়ের পর থেকে জহুরুল আমার নিকট বিভিন্ন অজুহাত দেখিয়ে টাকা দাবি করে। টাকা না দিলে সে আমার মেয়ে ও নাতিদের ওপর শারীরিক নি.র্যাতন করত। মেয়ে ও দুই নাতির সুখের কথা চিন্তা করে ২০২১ সালের ২২ জুন এক লাখ ৬০ হাজার টাকা প্রদান করি।

এরপর আরো টাকা চাইলে সাবিনা তার দুই মেয়ে সুমাইয়া আক্তার (৯) ও সাফিয়া আক্তারকে (২) সঙ্গে নিয়ে আমার বাড়িতে চলে আসে। পরবর্তীতে গত ১৫ জুলাই শুক্রবার সকালে জামাই জহুরুল আমার বাড়িতে আসে। আমার মেয়ে ও দুই নাতিকে সঙ্গে নিয়ে এদিন আনুমানিক সাড়ে ১১টার সময় নিজ বাড়ির উদ্দেশে রওনা করে।

পথে অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নের চাঁপাতলা গ্রামে নূর ইসলামের কলাবাগানের মধ্যে নিয়ে স্ত্রী ও দুই মেয়ের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায় সে। এ ব্যাপারে শুক্রবার মধ্যরাতে আমি বাদী হয়ে জামাই জহুরুলের বিরুদ্ধে অভয়নগর থানায়

একটি হ ত্যা মামলা দায়ের করি। আমার মেয়ে ও দুই নাতির হ ত্যাকা.রী জহুরুলের ফাঁ.সি দাবি করছি। ’আ.টক জহুরুল ইসলাম বিশ্বাস ওরফে বাবু স্ত্রী ও দুই মেয়েকে গলায় গামছা পেঁচিয়ে হ.ত্যার কথা স্বীকার করে বলেন, ‘আমি শ্বশুরবাড়ি থেকে কখনো টাকা-পয়সা নিইনি। স্ত্রী ও

শ্বশুরের ওপর ক্ষুব্ধ হয়ে আমি এ হ.ত্যাকা.ণ্ড ঘটিয়েছি। হত্যার আগে আমি আমার স্ত্রীকে মা.রপিটও করেছি। নির্জন ওই কলাবাগানের সামনে পৌঁছলে আমার মনে হ.ত্যার পরিকল্পনা আসে। প্রথমে স্ত্রীকে পরে বড় মেয়ে ও ছোট মেয়েকে হ.ত্যা করি।

এরপর এদিন বিকেলে আমি নিজে স্থানীয় বসুন্দিয়া পুলিশ ক্যাম্পে গিয়ে আত্মসমর্পণ করি। আমি একজন খুনি। আমার বেঁচে থাকার ইচ্ছা নেই। ’ মামলার তদন্ত কর্মকর্তা অভয়নগর থানার এসআই উত্তম কুমার জানান, আটক জহুরুলকে আজ শনিবার যশোর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদানের জন্য প্রেরণ করা হয়েছে। প্রাথমিক তদন্তে তিনি স্ত্রী ও দুই মেয়েকে হত্যা করেছে বলে স্বীকার করেছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান জানান, শুক্রবার মধ্যরাতে নি.হত সাবিনা ইয়াসমিন বীথির বাবা বাদী হয়ে জহুরুল ইসলাম বিশ্বাস ওরফে বাবুর বি.রুদ্ধে হ.ত্যা মাম.লা দায়ের করেন। শনিবার সকালে নি.হত তিনজনের মরদেহ ম.য়নাত.দন্তের জন্য যশোর ম.র্গে প্রেরণ করা হয়েছে।

এর আগে শুক্রবার দুপুরে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাঁপাতলা গ্রামে নূর ইসলামের কলাবাগানের মধ্যে স্ত্রী ও দুই মেয়েকে শ্বাস.রোধে হ.ত্যা করেন জহুরুল ইসলাম বিশ্বাস ওরফে বাবু। এদিন বিকেলে তিনি পুলিশের নিকট হ.ত্যাকা.ণ্ড ঘটানোর কথা স্বীকার করে আত্ম.সমর্পণ করেন। জহুরুল ইসলাম বিশ্বাস ওরফে বাবু পেশায় একজন রাজমিস্ত্রি।

না.হাসান/সাএ

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ