ছবি সংগ্রহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে প্রদর্শিত হচ্ছে শাকিব খান অভিনীত ‘গলুই’। সেখানে ছবিটির প্রিমিয়ারে হাজির হয়ে শাকিব খান বলেন, আমরা মূলত গ্রামের মানুষ। শহর এখন উন্নত হচ্ছে, শেকড় তো গ্রাম।’
বাংলাদেশ সময় শনিবার ভোরে এই প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে শাকিব বলেন, ‘গলুই’ হচ্ছে আমার পছন্দের এমন একটা সিনেমা, একটা নিটোল গ্রামের, নিটোল প্রেমের সিনেমা। যে সিনেমাটা আমাকে পেছনে নিয়ে গেছে।’
শাকিব খান আরও দাবি করেছেন, “সিনেমাটা গেল রোজার ঈদে মুক্তি পাওয়ার পর অনেকেই বলেছিল এই সময়ে এসে সেই আশি-নব্বই দশকের গল্প, এটা নেই ওটা নেই; আধুনিকায়নের কোনও ছোঁয়া নেই, বিশালত্ব নেই, কিন্তু সিনেমা রিলিজের পর এমন হয়েছে, চিত্র পাল্টে গেছে। অনেক বিশাল বিশাল মানুষ বলেছে ভাই… আবার সেই নস্টালজিয়ায় ফিরে গেছি…।”
প্রিমিয়ারে আরও উপস্থিত ছিলেন অভিনেতা আহমেদ শরীফ, চিত্রনায়ক ইমন, শামীম শাহেদসহ অনেকে।
জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ২১ জুলাই পর্যন্ত চারটি করে মোট ২৮টি শো চলবে ‘গলুই’ সিনেমার। এ ছাড়া মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সিনেমাটির প্রদর্শন হবে বলে সংবাদ বিবৃতিতে জানিয়েছে বায়োস্কোপ ফিল্মস।
এর মধ্য দিয়ে প্রথম বারের মতো মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পেল শাকিব খান অভিনীত সিনেমা ‘গলুই’। সিনেমায় তাঁর বিপরীতে প্রথম অভিনয় করেছেন পূজা চেরি।
সিনেমাটির মুক্তি উপলক্ষে নিউইয়র্কে গেছেন সিনেমাটির পরিচালক এস এ হক অলিক। গত ঈদুল ফিতরে বাংলাদেশে ‘গলুই’ সিনেমাটি মুক্তি পেয়েছিল। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু
আরও পড়ুন ??
দাওয়াতে সাড়া দিয়েই রঞ্জিত মল্লিকের বাড়িতে রুনা লায়লা-আলমগীর
কলকাতার সিনেমায় কিংবদন্তি অভিনেতা রঞ্জিত মল্লিক। তার মেয়ে কোয়েল মল্লিকও জনপ্রিয় অভিনেত্রী। এই মল্লিক বাড়ির সঙ্গে দারুণ সখ্য রয়েছে বাংলাদেশের দুই কিংবদন্তির। তারা হলেন রুনা লায়লা ও আলমগীর।
সম্প্রতি রঞ্জিত মল্লিকের বাড়িতে অতিথি হয়েছেন নন্দিত এই দম্পতি। সেই আনন্দঘন মুহূর্তের ছবি রুনা লায়লা নিজেই শেয়ার করেছেন ফেসবুকে। তাতে দেখা গেল, রঞ্জিত মল্লিক, তার স্ত্রী দীপা মল্লিক ও তার কন্যা কোয়েল মল্লিকের সঙ্গে হাস্যোজ্বল মুখে ক্যামেরাবন্দি হয়েছেন আলমগীর-রুনা।
জানা গেছে, এবারের কোরবানির ঈদ কলকাতায় উদযাপন করেছেন আলমগীর ও রুনা লায়লা দম্পতি। তারা কলকাতায় গেছেন শুনেই দাওয়াত দেন রঞ্জিত মল্লিক। সেই দাওয়াতে সাড়া দিয়েই হাজির হন তাদের বাড়িতে।
এ নিয়ে রুনা লায়লা বলেন, ‘কলকাতায় এলেই এখানকার বন্ধু ও ভালোবাসার মানুষদের বাড়িতে বেড়াতে যাওয়া লাগে। রঞ্জিত মল্লিক সাহেবের পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। কলকাতায় এসেছি শুনেই তারা দাওয়াত করেছেন। তাই বিকেলে তাদের বাসায় গিয়েছিলাম। সুন্দর একটা সন্ধ্যা কাটিয়ে এসেছি।’
কলকাতার তারকারাও বাংলাদেশে এলে রুনা লায়লা ও আলমগীর দম্পতির বাসায় বিশেষ আপ্যায়ন পান। যেমন কয়েক বছর আগে গুণী অভিনেত্রী শ্রীলেখা মিত্র তার বাবাকে নিয়ে ঢাকায় এসেছিলেন। তখন তাদের সর্বাত্মক সহযোগিতা ও আপ্যায়ন করেছিলেন সংগীত-সিনেমা জগতের এই কালজয়ী তারকাদ্বয়