পিএসএল শুরুর আগে দুঃসংবাদ পেল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। দলটির তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি ফের করোনা পজিটিভ হয়েছেন। বৃহস্পতিবার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে কোয়েটার ফ্র্যাঞ্চাইজিটি। এবারের পিএসএলে কোয়েটার প্রথম ম্যাচ শুক্রবার পেশোয়ার জালমির বিপক্ষে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রটোকল অনুযায়ী নিজ বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন আফ্রিদি। সাত দিন হোম কোয়ারেন্টিনে থাকার পর ফের করোনা পরীক্ষা করানো হবে তার।
সেই পরীক্ষায় নেগেটিভ হলেই কেবল মাঠে নামতে পারবেন তিনি। এর আগে গত ২০২০ সালের জুনে করোনায় আক্রান্ত হয়েছিলেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান। রাব্বি মল্লিক/এনজে