তাপমাত্রার সঙ্গে ক্রমাগত গরম বাড়লেও আগামী তিন দিন আবহাওয়া অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নাই।
পূর্বাভাসে বলা হয়েছে, বুধবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়াও সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আজ সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় তাপমাত্রা ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আজ ঢাকায় সূর্যাস্ত যাবে সন্ধ্যা ০৬ টা ০২ মিনিট। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬ টা ১৯ মিনিটে।