আফিফ যখন ক্রিজে দলের তখন ৫ উইকেট নেই! শুরুতেই বিপর্যয়। এরপর এক প্রান্তে দেয়াল হয়ে দাঁড়ালেন আফিফ হোসেন।
বিপদের মুহূর্তে খাদের কিনারায় দাঁড়িয়ে তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। ৬৪ বলে তিনি দেখা পান ফিফটির। তার সঙ্গী মেহেদি হাসান মিরাজ। দুজনের সপ্তম উইকেটের জুটিতে প্রতিরোধ গড়েছে স্বাগতিকরা।
আফিফ রানআউটের শঙ্কায় ছিলেন। তৃতীয় বলে মিড অফে রশিদ খানের হাতে বল রেখেই সিঙ্গেল নিয়েছেন আফিফ, তবে রশিদ খানের থ্রো উইকেটে না লাগাতে বেঁচে গেছেন। বল যখন স্টাম্পকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, তখনো ক্রিজের অনেক বাইরে ছিলেন আফিফ।
ডাইভ দিতে গিয়ে কাঁধে ব্যথাও পেয়েছেন আফিফ। ফিজিও এসে শুশ্রুষা করেছেন তার। আগের পাঁচ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট নেওয়া ফারুকি এই স্পেলে ফিরে প্রথম ওভারে দিলেন ২ রান। বাংলাদেশের রান ৩৪ ওভারে ৬ উইকেটে ১৩৮।