নিজস্ব প্রতিবেদক, নরসিংদী খবর ||
আতর বা সুগন্ধি আমরা সবাই কমবেশি ব্যবহার করি। সবসময় না হলেও যেকোনো অনুষ্ঠান কিংবা বিশেষ কোনো দিবসে আতরের ব্যবহার বেশি করা হয়। আবার কেউ কেউ জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নিয়েছেন আতরকে। আতর ছাড়া চলে না তাদের এক মুহূর্ত।
মোট কথা আমরা সবাই আতর ব্যবহার করে থাকি। সুগন্ধি হিসেবে আতর ব্যবহার করা সুন্নত। কিন্তু আমাদের ব্যবহৃত আতরে যদি অ্যালকোহল মিশ্রিত থাকে, তাহলে তার বিধান কী? এটা কি হালাল হবে? এক ব্যক্তি দোকান থেকে ‘উদ আল-ইমারাত’ নামক একটি আতর কেনার পর তার উপাদান তালিকায় ‘অ্যালকোহল’ আছে- এমন লেখা দেখতে পান। দোকানদার ছিলেন একজন আলেম। তাকে জিজ্ঞেস করলে তিনি বলেন,
‘এই আতরে ব্যবহৃত অ্যালকোহল হালাল। এটি ব্যবহার করা যেতে পারে।’ প্রশ্ন হলো, ‘আতরের সঙ্গে বা সুগন্ধিতে অ্যালকোহল ব্যবহার করা যাবে কি? যদি করা যায় তাহলে সেটি কোন ধরনের অ্যালকোহল হবে?’ জবাবে ভারতের দারুল উলুম দেওবন্দের ফতোয়া বিভাগ থেকে বলা হয়, ‘অ্যালকোহল হলো শরাব জাতীয় বস্তুর মতো।
যেসব অ্যালকোহল আঙুর, খেজুর থেকে তৈরি সেগুলো নাপাক ও হারাম। এ ছাড়া অন্যান্য জিনিস যেমন- আলু, আখ ইত্যাদি থেকে তৈরি করা অ্যালকোহল নাপাক নয়। আর বর্তমানে প্রচলিত আতরে সাধারণত এ ধরনের অ্যালকোহল ব্যবহার করা হয়।’ দারুল উলুম করাচির প্রখ্যাত স্কলার মুফতি তাকি উসমানি বলেছেন, ‘আজকাল ওষুধ, সুগন্ধি ও অন্যান্য জিনিসে যে অ্যালকোহল ব্যবহার করা হয়, তার বেশিরভাগই আঙুর ও খেজুর থেকে তৈরি নয়। বরং শস্য, ভুসি ও অন্যান্য জিনিস থেকে তৈরি করা হয়। তাই তা নাপাক হবে না। (ফতোয়া নং : ১৫৭৫৮৯, দারুল ইফতা, দারুল উলুম দেওবন্দ)
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ । রিপু /নরসিংদী খবর