ছবি সংগ্রহীত
এবার শুরু থেকেই অনিশ্চিত ছিল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি। শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ালেও বৃষ্টি মাঝ পথেই থামিয়ে দেয় দুই দলের লড়াইটি। ডোমিনিকার উইন্ডসর পার্কে বাংলাদেশ ১৩ ওভার ব্যাটিং করে ৮ উইকেটে ১০৫ রান তোলার পর বৃষ্টি নামলে বন্ধ হয় ম্যাচ। এরপর খেলা আর নতুন করে শুরু হবে না জানিয়ে আম্পায়াররা পরিত্যক্ত ঘোষণা করেন।
আজ একই মাঠে একই সময় (রাত ১১.৩০ মি) দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এদিকে আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। গতকালকের মতো আজও বৃষ্টিতে ভেসে যেতে পারে দ্বিতীয় টি-টোয়েন্টি। বৃষ্টির সম্ভাবনা থাকলেও দ্বিতীয় ম্যাচ নিয়ে পরিকল্পনা করছে বাংলাদেশ দল। নিজেদের দ্বিতীয় ম্যাচে অপরিবর্তীত একাদশ নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা।
এদিকে বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে জুটি বাধেন মুনিম শাহরিয়ার ও এনামুল হক বিজয়। মুনিম মাত্র ২ রান করেই সাজ ঘরে ফিরেন। প্রায় ৭ বছর পর টি-টোয়েন্টি দলে জায়গা পাওয়া বিজয়ের ব্যাট থেকে আসে ১৬ রান। এছাড়া দলের পক্ষে সর্বোচ্চ ২৯ করেন সাকিব আল হাসান। লিটন দাস ৯, মাহমুদউল্লাহ ৮, আফিফ ০, সোহান ২৫ ও মেহেদি ১ রান করে আউট হন। এছাড়া নাসুম ৭ শরিফুল ০ রানে অপরাজিত থাকেন।
দ্বিতীয় টি-টোয়েন্টির বাংলাদেশের সম্ভাব্য একাদশ : মুনিম শাহরিয়ার, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ
আরও পড়ুন ??
এবার ঈদেও গান শোনাবেন ড. মাহফুজুর রহমান
গত ক’বছর ধরে ঈদকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনায় থাকেন ড. মাহফুজুর রহমানের সংগীতানুষ্ঠান। বরাবরের মতো এবারও শ্রোতাদের জন্য একক সংগীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন তিনি।
ড. মাহফুজুর রহমানের নিজস্ব চ্যানেলটির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, ঈদের রাতেই (১০ জুলাই) একগুচ্ছ গান নিয়ে হাজির হবেন তিনি।
ইতোমধ্যে গানের রেকর্ডিং ও ভিডিওর কাজ শেষ হয়েছে। ড. মাহফুজুর রহমান মাঝে কিছুদিন দেশের বাইরে থাকায় এ বিষয়ে আপডেট দিতে পারেননি। তবে এখনও অনুষ্ঠানের নাম চূড়ান্ত হয়নি। ড. মাহফুজুর রহমান সবগুলো গানের ভিডিও দেখে নাম চূড়ান্ত করবেন।
জানা গেছে, এবারও মৌলিক দশটি গান দিয়ে সাজানো হয়েছে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান।
সূত্র আর টিভি