বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:২৩ অপরাহ্ন

আজকে আমার মন ভালো নেই’ এর পেছনের গল্প (ভিডিও)

প্রতিনিধির নাম / ৯৪ বার
আপডেট : শনিবার, ৯ জুলাই, ২০২২

সামাজিক যোগাযোগমাধ্যমে বহুল আলোচিত বিষয় এখন ‘আজকে আমার মন ভালো নেই’ প্র্যাঙ্ক কল। নিউজফিডে প্রবেশ করলেই কখনও অডিও আবার কখনও প্র্যাঙ্ক কলটির বাক্যালাপ সামনে চলে আসছে। নেটিজেনরাও বেশ মজার ছলে গ্রহণ করে নিয়েছে এটি।

এবার ভাইরাল হওয়ার পেছনের গল্প জানা গেল। মূলত ইউটিউব চ্যানেলের জন্য ওয়েব সিরিজ তৈরি করছিলেন। শুটিং শেষে সবকিছু গুছিয়ে আনার পর দেখলেন একটি এপিসোডের কাজই হয়নি। খুব আশা নিয়ে সুন্দর একটি কনটেন্টের কাজ শেষ করার পর যখন এমন বড় অপূর্ণতা থাকে, তখন স্বাভাবিকভাবেই মন খারাপ হওয়ার কথা। কাজী হান্নান উৎসেরও তাই হয়েছিল। সেই খারাপ মনকে ভালো করতে দুষ্টুমির ছলে তার পার্টনার ও ফুফাতো ভাই ফাহাদ বিন ওয়াহিদ কে নিয়ে তৈরি করেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষার অডিও কন্টেন্ট ‘আজকে আমার মন ভালো নেই’।

এই এক অডিও কনটেন্ট যে শুধু তার নয়, আর লাখো মানুষের মন ভালোর কারণ হবে, কে জানতো তা? অডিও কনটেন্টটি মাত্র অল্প কয়েকদিনেই সামাজিক যোগাযোগামাধ্যমে ভাইরাল হয়ে যায়। শুধু চট্টগ্রাম কিংবা রাজধানী ঢাকায়ই নয়। দেশ পেরিয়ে ভারতসহ বিদেশে বাংলা ভাষাভাষীদের কাছেও পৌঁছে যায় এটি।

কাজী হান্নানের কাজিন তখন বলেন, এখন কি করবি? কষ্ট করে আবার শুটিং করতে হবে, এই আর-কি। আচ্ছা, তাহলে চলো একটা অডিও বানাই। তাহলে মন ভালো হয়ে যাবে। তখন স্ক্রিপ্টের বিষয়ে জানতে চাই। তো এর আগে তাদেরটিম কখনো স্ক্রিপ্ট নিয়ে কাজ করেনি। শুধু টপিক ধরে কাজ করতাম। বিপরীত মানুষটি কথা বলতো, সেই অনুযায়ী জবাব দেয়া হতো। এরপর আমরা ‘আজকে আমার মন ভালো নেই’ টপিকে অডিও করি। আমরা বুঝতে পারিনি এত জনপ্রিয় হব।

২৬ বছর বয়সী কনটেন্ট ক্রিয়েটর কাজী হান্নান প্র্যাঙ্ক কলটির আমি একটি ওয়েব সিরিজ নির্মাণ করি। ১৫ এপিসোডের এই সিরিজটির নাম ‘ডরাই ল্যেবু’। সিরিজটি শুরু করছি একদম পেছনের এপিসোড থেকে। যখন প্রথম এপিসোডে আসি, তখন জানতে পারি আমরা মাঝের একটি এপিসোডের শুটিং করিনি। অনেক প্রেসারের কারণেই হয়তো হয়নি।

মাঝের একটি এপিসোড বাদ যাওয়া তখন মনটা খারাপ হয়ে যায় সবার । বিভিন্ন জায়গায় শুটিং করা হয়েছে। সেই সব জায়গায় আবার যাওয়া অনেক কষ্ট। এ কারণে সেই সময় আমার মন ভালো ছিল না। কাজিনকে তখন বলি, ভাই, আজকে আমার মন আসলেই ভালো নেই। এরপর থেকে তাদের এই প্র্যাঙ্ক কল সারা দেশে খুবই জনপ্রিয় হয়ে উঠে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ