কক্সবাজারের চকরিয়ায় অটোরিকশা উল্টে ওয়াফরা (৬) নামে এক শিশুর মৃ ত্যু হয়েছে। এ সময় তার মা ও নানীসহ ৩ জন আহত হয়। আহতদের মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট সোয়াজনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু ওয়াফরা উপজেলার কাকারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মৃত মোহাম্মদ আয়ুবের কন্যা। নিহত ওয়াফরার মামা সাংবাদিক আবুল মনসুর মো. মহসিন বলেন, ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিশাহকাটা এলাকা থেকে এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলেন।
ফেরার পথে ওই এলাকায় নির্মাণাধীন রেললাইনের পার্শ্ববর্তী খাদে তাদের বহনকারী ব্যাটারি চালিত অটোরিকশা উল্টে যায়। এ সময় অটোরিকশায় চাপা পড়ে ঘটনাস্থলে ওয়াফরা মা রা যায়। আমার মা, বোন ও ভাই আহত হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত শিশুর ম রদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।