শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০২৩, ০৫:৩৯ অপরাহ্ন

আগুন নিয়ে খেলবেন না, বিএনপিকে কাদের

প্রতিনিধির নাম / ৯৫ বার
আপডেট : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
obaidul quader

জ্যেষ্ঠ প্রতিবেদক || আগুন নিয়ে খেলবেন না, বিএনপিকে কাদের।

বিএনপি রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে অভিযোগ করে দলটিকে সতর্ক করে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সন্ত্রাস করলে রাজপথে জবাব দেওয়া হবে।

তিনি বলেন, শেখ হাসিনাকে হ’ত্যার হু’মকি দিয়ে ছাত্রদলকে মাঠে নামানো হয়েছে। আওয়ামী লীগ দেখবে কত ধানে কত চাল। সবকিছুর শেষ আছে। মির্জা ফখরুল আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেললে পরিণাম ভালো হবে না।

মঙ্গলবার (৩১ মে) বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ও সহযোগী সংগঠনগুলোর সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যৌথসভার শুরুতে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ছাত্রদলকে দিয়ে রাজপথে অস্থি’তি’শীলতা তৈরির চেষ্টা চালাচ্ছে। রাজপথ কাউকে ইজারা দেওয়া হয়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা এর উপযুক্ত জবাব দেবে।

‘যদি বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে মাঠ থেকে সরে যায়, তাহলে যথাসময়েই নির্বাচন হবে। কারো জন্য অপেক্ষা করবে না। আওয়ামী লীগ রাজপথে ছিল, থাকবে। আন্দোলনের নামে স’ন্ত্রা’স করলে রাজপথে জবাব দেবে আওয়ামী লীগ।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ছাত্রদলকে দিয়ে ‘পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’ স্লোগান দেওয়ার পর ছাত্রলীগ কি বসে থাকবে? বিএনপিকে বলব, বাড়াবাড়ি করবেন না। পরিণতি ভালো হবে না।

সরকার বিএনপির কর্মসূচিতে বাঁধা দিচ্ছে দলটির এমন অভিযোগের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, বাঁধার কোনো বিষয় নয়। আমার সামনে নেত্রীকে (শেখ হাসিনা) বলছেন, পঁচাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই কথা শুনলে তরুণদের কি মাথা ঠিক থাকে। সন্ত্রা’সীকে বাঁধা দেব না?

তিনি আরো বলেন, ফখরুল সাহেবরা এসব স্লোগান শিখিয়ে দিয়েছেন। শেখ হাসিনাকে হ’ত্যা’র হু’ম’কি দিলে ছাত্রলীগ কি চুপ করে বসে থাকবে? নেত্রীকে অপমান করা হচ্ছে। এই অপমান কি আমরা সইতে পারি? এসব ক’টূ’ক্তির প্রতিবাদ ছাত্রলীগ করেছে।

ওবায়দুল কাদেরের সভাপতিত্বে বৈঠকে সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে দলের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, আফজাল হোসেন, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া,

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, উপ দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

এ ছাড়াও ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ