শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪৩ পূর্বাহ্ন

আখাউড়ায় ২ টিকেট কালোবাজারি আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, নরসিংদী খবর / ৯২ বার
আপডেট : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
আখাউড়ায়_২_টিকেট_কালোবাজারি_আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, নরসিংদী খবর || ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২ টিকেট কালোবাজারি আটক।

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় ২ টিকেট কালোবাজারিকে আটক করেছেন সিলেট রেলওয়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।

এ সময় তাদের নিকট হইতে ১২ টি আসনের ৭ টি টিকেট ও টিকেট বিক্রির ১৩ হাজার পাঁচশত টাকা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন, সদর উপজেলার শ্যমনগর গ্রামের মৃ’ত আবুল খায়ের খলিফার ছেলে স্বপন খলিফা (৩৫) ও আখাউড়া দক্ষিণ ইউনিয়নের নুরপুর গ্রামের মৃ’ত কফিল উদ্দিনের ছেলে রানা মিয়া (২৫)।

আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাজহারুল করিম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে কালোবাজারির মাধ্যমে আখাউড়া রেলওয়ে স্টেশনে যাত্রীদের কাছে চড়া দামে টিকেট বিক্রি করতো। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ। হিমেল/নরসিংদী খবর

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ