বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:২০ অপরাহ্ন

অসুস্থ বাবার জন্য দোয়া চাইলেন রুবেল

প্রতিনিধির নাম / ৭৭৬ বার
আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেনের বাবা সপ্তাহ তিনেক আগে তৃতীয়বারের মতো ব্রেন স্ট্রোক করেছেন। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠেননি। অসুস্থ বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন রুবেল।

এদিকে সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে রুবেল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমার বাবা ২১ থেকে ২২ দিন হলো তৃতীয়বারের মতো ব্রেন স্ট্রোক করেছে। আমার বাবা আমার জীবনের অনেক বড় কিছু সব কিছুর ঊর্ধ্বে। তার শারীরিক অবস্থা এখন এই একটু ভালো, আবার এই খারাপ হয়ে যায়।’

তিনি আরও লিখেছেন, ‘আপনাদের কাছে অনুরোধ করছি আমার বাবার জন্য একটু দোয়া করবেন। মহান আল্লাহ কখন কার দোয়া কবুল করে নেন, আমরা জানি না। তিনি তো সবকিছু দেখেন, বুঝেন, জানেন। আল্লাহু মালিক।’

এদিকে ৩২ বছর বয়সী রুবেল জাতীয় দলের হয়ে ২৭ টেস্ট, ১০৪টি ওয়ানডে এবং ২৮টি টি-টোয়েন্টি খেলেছেন। একটা সময় একাদশে অপরিহার্য সদস্য হলেও গত বছরের এপ্রিল থেকে তিনি দলের বাইরে রয়েছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ