সোমবার, ০৫ জুন ২০২৩, ০৭:৫৮ অপরাহ্ন

অর্থ জালিয়াতির বিষয়ে ডাচ-বাংলা ব্যাংককে নিয়ে একি জানা গেল!

রাব্বি মল্লিক / ১৩৩ বার
আপডেট : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২

ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ডাচ-বাংলা ব্যাংকের সেলস ম্যানেজারসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজধানীর ভাটারার ম্যাগপাই রেস্টুরেন্ট থেকে বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরও পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই ১০ জন হলেন ডাচ-বাংলা ব্যাংকের সেলস ম্যানেজার জাকির হোসেন, ইয়াসিন আলী, মাহবুব ইশতিয়াক ভূঁইয়া, আনিছুর রহমান সোহান, দুলাল হোসাইন, মো. আসলাম, আব্দুর রাজ্জাক, জাকির হোসেন, আনোয়ার হোসেন ভূঁইয়া ও নজরুল ইসলাম। গুলশান বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেলস ম্যানেজার জাকির ব্যাংকের সার্ভার থেকে ধনী গ্রাহকদের তথ্য সরবরাহ করতেন। তারা স্বাক্ষর ও তথ্য জালিয়াতি করে আরটিজিএস ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে সাড়ে ৬ কোটি টাকা আরেকটি কোম্পানির নামে নিয়ে যাচ্ছিলেন।

আসাদুজ্জামান আরও জানান, আরেকটি প্রতিষ্ঠানের ১২ কোটি টাকা নেয়ার পরিকল্পনাও তাদের ছিল। ফান্ড ট্রান্সফারের পরিকল্পনার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ তাদের কাছ থেকে ডাচ-বাংলা ব্যাংকের ফান্ড ট্রান্সফার ফরম (ইএফটি) ফরম ও চেকসহ অন্যান্য কাগজপত্র জব্দ করেছে।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ