ভারতের কেরালার কোট্টয়মের এই বাসিন্দা নোট খুচরা করতে পারছিলেন না। পড়ে যান বিড়ম্বনায়। ওই বাজারের পাশেই ছিল লটারির দোকান। নোট খুচরা করতে কিছু টাকা দিয়ে লটারির টিকিট কিনেছিলেন তিনি। তারপর বাকি টাকা নিয়ে ফের বাজার করতে চলে যান।
শুক্রবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে বলা হয়, বিকেলে লটারির পুরস্কার ঘোষণা করা হয়। খবর পেয়ে সদানন্দন লটারির টিকিট নিয়ে দোকানের উদ্দেশে রওনা হন। সেখানে গিয়ে টিকিটের নম্বরটা মেলাতেই আঁতকে ওঠেন।
ঠিক দেখছেন তো তিনি? আরও ভালো করে কয়েকবার টিকিটের নম্বর মেলান। দেখেন, তার কেনা টিকিটেই প্রথম পুরস্কার পেয়েছে। এর মূল্য ১২ কোটি টাকা!
প্রতিবেদনে বলা হয়, ১২ কোটি টাকা জিতলেও পুরো টাকাটা হাতে পাবেন না সদানন্দন। আয়কর কেটে প্রায় সাড়ে সাত কোটি টাকা পাবেন তিনি।
এর আগেও একাধিকবার লটারির টিকিট কিনেছিলেন সদানন্দন। কিন্তু কোনো দিন খুব বেশি টাকা পাননি। এবার তার ভাগ্য খুলে গেছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান। রাব্বি মল্লিক/এনজে