বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:৪৯ পূর্বাহ্ন

অবিশ্বাস্য খেলা দেখিয়ে ম্যাচসেরা হলেন মিরাজ

রাব্বি মল্লিক / ১১৩ বার
আপডেট : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

হয়তো তার ব্যাটিংটাই ঘুরিয়ে দিয়েছে ম্যাচ। ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে দল যখন হারের দ্বারপ্রান্তে, তখন আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে ১৭৪ রানের রেকর্ডগড়া এক জুটি গড়েছেন মেহেদি হাসান মিরাজ।

শেষ পর্যন্ত বিজয়ীর বেশেই মাঠ ছেড়েছেন। ১২০ বলে ৯ বাউন্ডারিতে খেলেছেন ৮১ রানের হার না মানা এক ইনিংস। স্ট্রাইকরেট ছাপিয়ে যে ইনিংসটা বাঁধাই করা রবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে।

শুধু অবিশ্বাস্য ব্যাটিংটাই কী? আজ (মঙ্গবার) চট্টগ্রামে মিরাজের বোলিং পারফরম্যান্সও ছিল চমকে দেওয়ার মতো। আফগানিস্তানের বিপক্ষে স্মরণীয় এই জয়ের দিনে বল হাতে টানা ১০ ওভার করেন এই অফস্পিনার।

উইকেট পাননি। কিন্তু লাইন লেহ্ন বজায় রেখে প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করার দায়িত্বটা বেশ ভালোভাবেই পালন করেছেন মিরাজ।

ইনিংসের ১৫তম ওভারে তার হাতে বল তুলে দিয়েছিলেন অধিনায়ক তামিম ইকবাল। তারপর অন্য প্রান্তে বোলার বদল হলেও ৩৩ ওভার পর্যন্ত মিরাজ ছিলেন একটি প্রান্ত ধরে।

টানা দশ ওভার বোলিং করেছেন, যাতে ছিল তিনটি মেইডেন। সবমিলিয়ে মাত্র ২৮ রান খরচ করেন মিরাজ। তারপর ব্যাটিংয়ে নেমে তো করলেন অসাধ্য সাধন। স্বভাবতই ম্যাচসেরার পুরস্কারটি জিতেছেন এই অলরাউন্ডারই।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ