শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ অপরাহ্ন

অবশেষে ১০১ টাকা দেনমোহরে রাজ-পরীর বিয়ে সম্পূর্ণ!

রাব্বি মল্লিক, নরসিংদী জার্নাল / ২১৩ বার
আপডেট : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২

জমকালো আয়োজনে শনিবার রাতে হয়ে গেল শরিফুল রাজ-পরীমণির বিয়ের আনুষ্ঠানিকতা। দুই পরিবার আর একদম কাছের কিছু মানুষ নিয়ে ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন আলোচিত এ তারকা জুটি। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

রাজপরীর বিয়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। সাদা-হলুদ ফুলে সাজানো হয়েছে বর-কনের মঞ্চ। সেখানে দুজনকে বেশ রোমান্টিক ছিলেন। দুজনের গায়ে ছিলো খয়েরি ও সোনালী কাপড়ের প্রচ্ছদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী ও রেদওয়ান রনি। আরও ছিলেন রাজ-পরী পরিবারের নিকট স্বজনরা।

পরীমণি ও রাজের ভাষ্যমতে, তাদের বিয়ে হয়েছে ২০২১ সালের ১৭ অক্টোবর। আর বিয়ের কথা সামনে আনেন ১০ জানুয়ারি। বাবা-মা হচ্ছেন এ খবর দেওয়ার মাধ্যমে তারা যে বিয়ে করেছেন সে খবরও দেন।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান। রাব্বি মল্লিক/এনজে

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ