মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৩:৪৮ অপরাহ্ন

অবশেষে সকলের কাছে দোয়া চাইলেন মুরাদ হাসান!

রাব্বি মল্লিক / ১৯৩ বার
আপডেট : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

বিতর্কিত কর্মকান্ডে তথ্য প্রতিমন্ত্রীর পদ হারানো ডা. মুরাদ হাসান নিজ নির্বাচনী এলাকা সরিষাবাড়ীতে ৭০০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছেন।

এসময় তিনি এলাকাবাসী উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন সঠিকভাবে আপনাদের সেবা করতে পারি। সরিষাবাড়িবাসীর সেবা করে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি।’

শনিবার (২৯ জানুয়ারি) বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা মহাবিদ্যালয় মাঠে এই কম্বল বিতরণ করা হয়।

এলাকাবাসীর প্রতি ডা. মুরাদ হাসান বলেন, আমার মত ক্ষুদ্র মানুষকে আপনারা ভোট দিয়ে সরিষাবাড়ির এই আসনে ( জামালপুর-৪) নির্বাচিত করে এলাকার গরীব মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমি আজন্মের কৃতজ্ঞতা জানাই সরিষাবাড়িবাসীকে।

আমাদের এই সামান্য পরিসর আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন এর জন্য আমি চিরকৃতজ্ঞ। আমাদের কম্বল বিতরণের আয়োজন এখানেই শেষ নয়, এটা অব্যাহত থাকবে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান,

সহকারি কমিশনার (ভুমি) ফাইযুল ওয়াসীমা নাহাত মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লুলু, সাবেক ভিপি খোরশেদ আলম, পোগলদিঘা মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আবুল হোসেন, অধ্যক্ষ মোহছেনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ