রাশিয়ার ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা শুরু হয়েছে। সোমবার রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেনের পাঠানো প্রতিনিধিরা ইউক্রেন-বেলারুশ সীমান্তের গোমেল অঞ্চলে শান্তি আলোচনায় বসেছেন বলে আরটির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
এদিকে রাশিয়ার আক্রমণের পঞ্চম দিনে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ইউক্রেন।সোমবার দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ আহ্বান জানানোর পাশাপাশি রুশ সেনা প্রত্যাহারেরও অনুরোধ করা হয়েছে।
এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইউক্রেনের প্রতিনিধিরা বলেছেন, আলোচনায় তাদের প্রধান ইস্যু হচ্ছে যুদ্ধবিরতি এবং ইউক্রেন ভূখণ্ড থেকে রাশিয়ার সৈন্য প্রত্যাহার।
ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কিয়েভের প্রতিনিধি দলে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকজি রেজনিকোভ এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াকসহ অন্যান্যরা রয়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনে রুশ ‘আগ্রাসন’ শুরুর পর থেকে এই কয়েক দিনে অন্তত ৩ লাখ ৬৮ হাজার ইউক্রেনীয় প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে। এর মধ্যে প্রায় দেড় লাখ আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ পোল্যান্ডে।