লালমনিরহাট পৌরসভায় ময়লার স্তূপ থেকে জীবিত উদ্ধার হওয়া নবজাতকের (কন্যা শিশু) ঠাঁই হলো রাজশাহীর ছোটমণি নিবাসে। বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আদালতের নির্দেশে রাজশাহীর ছোটমণি নিবাসে পাঠায় পুলিশ।
পুলিশ সূত্র জানায়, গত ১৪ ফেব্রুয়ারি সকালে পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কালীবাড়ি (পুরান বাজার) এলাকার একটি ময়লার স্তূপ থেকে ওই নবজাতককে (কন্যাশিশু) জীবিত উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। পাশাপাশি থানায় একটি মামলা করেন। আটদিন হাসপাতালে চিকিৎসার পর আদালত শিশুটিকে রাজশাহীর ছোটমণি নিবাসে পাঠানোর নির্দেশ দেন।
লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. নেওয়াজ মোরশেদ বলেন, উদ্ধার হওয়া নবজাতক আটদিন ধরে নিবিড় পরিচর্যায় ছিল।
তার নাম রাখা হয়েছে ফাল্গুনি। শিশুটি বর্তমানে সুস্থ। আদালতের নির্দেশে রাজশাহীর ছোটমণি নিবাসে পাঠানো হয়েছে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।
লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নারী পুলিশ সদস্যরা সার্বক্ষণিক হাসপাতালে থেকে উদ্ধার হওয়া নবজাতকের নিরাপত্তা দিয়েছেন। আদালতের নির্দেশে তাকে রাজশাহীর ছোটমণি নিবাসে পাঠানো হলো।