শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:১৫ পূর্বাহ্ন

অবশেষে আদালতে ধ,র্ষণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন সেই যুবলীগ নেতা!

রাব্বি মল্লিক / ১৪৪ বার
আপডেট : বুধবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২২

নোয়াখালীর চাটখিলে চাকরির সাক্ষাৎকারে ডেকে গৃহবধূকে (২৩) ধ র্ষণের ঘটনায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত যুবলীগ নেতা মো. ফুয়াদ আল মতিন।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের ৭নং আমলি আদালতের বিচারক মো. তৌহিদুল ইসলামের কাছে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন তিনি। পরে বিচারক তাকে কারাগারে পাঠান।

জবানবন্দির বিষয়টি বুধবার সকালে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ পরিদর্শক মো. সিরাজুল মোস্তাফা।

তিনি বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা আসামি নিজমুখে স্বীকার করেছেন। জবানবন্দি রেকর্ড শেষে আসামিকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

গত রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নেশাদ্রব্য খাইয়ে এক গৃহবধূকে (২৩) ধ র্ষণের ঘটনা ঘটে। রাতে ওই গৃহবধূ বাদী হয়ে চাটখিল থানায় দুজনের বিরুদ্ধে ধর্ষ ণ মামলা করেন।

মামলায় চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফুয়াদ আল মতিন এবং তার সহযোগীকে আসামি করা হয়। মামলা নথিভুক্ত হওয়ার পরপরই পিবিআই নোয়াখালী কার্যালয়ে মামলাটি হস্তান্তর করা হয়। সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কুমিল্লা শহর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

ওই গৃহবধূ নোয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মামলার অভিযোগে ওই গৃহবধূ বলেন, চাকরি দেওয়ার কথা বলে ফুয়াদ আল মতিন আমাকে তার অফিসে ডেকে নেন। অফিসে যাওয়ার পর আমাকে নেশাদ্রব্য খাইয়ে অচেতন করে ধর্ষণ করেন। এ সময় তার পাশে থাকা একজন ঘটনার ভিডিও ধারণ করেছেন।

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ