শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:২৭ অপরাহ্ন

অন্তর্বাস খোলার ভিডিও পোস্ট করে বিতর্কে বনি কাপুরের কন্যা

প্রতিনিধির নাম / ১১৯ বার
আপডেট : সোমবার, ৪ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
বাবা বনি কাপুর নামকরা নির্মাতা। তার ছেলে অর্জুন কাপুরও বর্তমানে বলিউডে কাজ করছেন। কিন্তু মেয়ে আনশুলা কাপুর এখনও রুপালি জগতে পা রাখেননি। তবে সোশ্যাল মিডিয়া মাতাতে ভুল করছেন না। সেখানেই রয়েছে তার ভক্তসংখ্যা। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে কটাক্ষের মুখে পড়েছেন তিনি।

আনশুলার ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ফ্রক পরে আছেন আনশুলা। আকস্মিকভাবে ফ্রকের ভেতর হাত দিয়ে অন্তর্বাস খুলে ফেলেন তিনি। অন্তর্বাসের বন্ধন থেকে নিজেকে মুক্ত করে বেশ

উচ্ছ্বাসের হাসি হাসেন। ভিডিওর ক্যাপশনে লিখেছেন—‘রোববার ব্রাঞ্চ শেষে বাড়িতে সেরা সময়।’ হ্যাশট্যাগে আনশুলা লিখেন, ‘নো ব্রা ক্লাব’।

আনশুলার এই ভিডিও নেটিজেনদের অনেকের পছন্দ হয়নি। রাজিব নামে একজন লিখেছেন, ‘লজ্জাহীন গাধা।’ আরেকজন লিখেছেন, ‘ফালতু পোস্ট।’ আয়ুষ নামে একজন লিখেছেন,

‘তুমি কি মালাইকা অরোরাকে অনুসরণ করছ? খুবই হাস্যকর।’ আরেকজন লিখেছেন, ‘তুমি কি পাগল হয়ে গেছো?’ তা ছাড়াও নোংরা শব্দ ব্যবহার করে অনেকে মন্তব্য করেছেন যা প্রকাশযোগ্য নয়।

নেটিজেনদের একাংশ কটাক্ষ করলেও অনেকে আনশুলার সঙ্গে সহমত পোষণ করেছেন। তার সাহসী পদক্ষেপকে কুর্নিশ জানিয়েছেন। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া লিখেছেন, ‘প্রতিদিন।’ এটাকে অনেকে স্বাধীনতা বলেও মন্তব্য করেছেন।
সূত্র বিডি২৪লাইভ

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ