শুক্রবার, ০২ জুন ২০২৩, ০৬:৪৫ অপরাহ্ন

অনার্স পড়ুয়া ২২বছর বয়সি তাজবিরের একটি গরু থেকে এখন ২টা গরুর খামারের মালিক!

রাব্বি মল্লিক / ১২৮ বার
আপডেট : শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২

মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কাজ কর্ম করে থাকে। জীবিকার জন্য মানুষ সব কিছু করতে পারে।কেও চাকরি করে,কেও ব্যবসা করে,কেও ভ্যান চালাই,কেও রিক্সা চালাই,কেও চাষ করে,আবার কেও গরু পালন করে।

আজ আমি এমনি একজন ব্যত্তির কথা আপনাদের বলবো যে কিনা শুধু মাত্র গরু পালন করে করেছেন ২টা গরুর খামার। গরু পালন করে সেই টাকা দিয়ে করেছে বাড়ি গাড়ি।

মাগুরা জেলাই তার বসবাস, নাম তাজবির মল্লিক, তিনি একজন ছাত্র , তিনি অনার্স ২য় বর্ষে পড়ালেখা করেন। বয়স ২২বছর। তিনি পড়ালেখার পাশাপাশি একটি গরু পালন করতেন তারপর আসতে আসতে ২টা গরুর খামারের মালিক হয়ে উঠেন। তার অনেক ইচ্ছা সে অনেক বড় ব্যবসায়ি হবে। সেজন্য তিনি পড়ালেখার পাশাপাশি গরু পালন করা শুরু করেন।

সেজন্য তিনি বেঁছে নেনে এই গরু পালন। তিনি এখন প্রচুর টাকার মালিক হয়ে গিয়েছেন। তার পাশাপাশি ২টা গরুর খামারের মালিক। তিনি দুটি ছামার করে সেখানে গরু পালন করেন। কিছুদিন গরু পালন করে সেগুলা বিক্রি করে দিয়ে আবার নতুন গরু কিনে আনেন।

গরু পালনে একটু খরচ বেশি হলেও লাভ অনেক।এজন্যতো মানুষ এখন গরু পালনের উপর ঝুকেছে। আসুন আমরাও বাড়িতে বসে না থেকে তাজবিরের মত গরু পালন করি। নিজে উন্নতি করি এবং দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যায়।

গরু এমন একটি গৃহ পালিত পশু যার পরিবেশের সাথে খাপ খাওয়াতে বেশি সময় লাগে না এজন্যই গরু পালন পালন খুব সহজেই করা যায়। আসুন আমরা সকলেই গরু পালন করি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান। রাব্বি মল্লিক/এনজে

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ