শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:০৪ অপরাহ্ন

অনশন না ভেঙ্গে চালিয়ে যাওয়ার ঘোষণা শাবি শিক্ষার্থীদের!

রাব্বি মল্লিক, নরসিংদী খবর / ১৫৯ বার
আপডেট : বুধবার, ২৬ জানুয়ারী, ২০২২

১৪৭ ঘণ্টার মাথায় অনশন ভাঙানোর জন্য সহযোদ্ধাদের চেষ্টা ও অনুরোধের পরও অনড় থাকলেন শাবিপ্রবির আন্দোলনকারীরা। রাত ৯টায় এক সংবাদ সম্মেলনে অনশনরত শিক্ষার্থীরা একদফা একদাবিতে ফের নিজেদের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন।

এর আগে সন্ধ্যায় উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেন শাবিপ্রবি শিক্ষার্থীরা। পরে তারা অনশনকারীদের শারীরিক বিপর্যস্ত অবস্থা বিবেচনায় নিয়ে তাদেরকে অনশন ভাঙার অনুরোধ জানান।

তবে সহযোদ্ধাদের এ অনুরোধ রাখেননি তারা। পরে রাত ৯টায় সংবাদ সম্মেলনে অনশন না ভাঙার বিষয়টি নিশ্চিত করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা উপাচার্যের নানা নীতিহীন কর্মকাণ্ডের কথা তুলে ধরে; চলমান আন্দোলন দীর্ঘ চার বছরের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ বলে জানান। এর গত বুধবার উপাচার্য পদত্যাগের একদফা দাবিতে আমরন অনশনে বসেন ২৪ শাবিপ্রবি শিক্ষার্থী।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান। রাব্বি মল্লিক/এনজে

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ