শনিবার, ০৩ জুন ২০২৩, ০১:১৮ অপরাহ্ন

 অ’নশনে ত’রুণী ‘ আমি নিজের অনেক বিয়ে ভেঙ্গেছি’ তার কথায়

প্রতিনিধির নাম / ১১৯ বার
আপডেট : রবিবার, ৩ জুলাই, ২০২২

নাটোর জেলা প্রতিনিধি।।  অ’নশনে ত’রুণী ‘ আমি নিজের অনেক বিয়ে ভেঙ্গেছি’ তার কথায়

নাটোরের সিংড়ায় বিয়ের দাবিতে সুমন হোসেন(২৫) নামে এক প্রেমিকের বাড়িতে একদিন ধরে অনশন বসেছেন এক তরুণী। এ ঘটনার পর থেকে প্রেমিক সুমন বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছে।

শুক্রবার (১ জুলাই) সকাল থেকে উপজেলার কলম ইউনিয়নের বলিয়াবাড়ি গ্রামে আঃ লতিফের ছেলে সুমনকে বিয়ের দাবিতে অনশন বসে ওই শিক্ষার্থী।

প্রেমিক সুমন সেনাবাহিনীতে চাকুরিরত এবং ওই শিক্ষার্থী সিংড়া কারিগরি মহিলা মহাবিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার বলিয়াবাড়ি গ্রামের আঃ লতিফের ছেলে সুমনের সঙ্গে একই উপজেলার মহেশচন্দ্রপুর গ্রামের ওই তরুণীর প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে প্রেমিক সুমন বিয়ের জন্য ওই তরুণীর কাছ থেকে একবছর সময় চায়। একবছর পার হলেও বিয়ে করতে রাজি না হওয়ায় ওই তরুণী প্রেমিক সুমনের বাড়িতে অনশন শুরু করে।

অনশনকারী কলেজ শিক্ষার্থী বলেন, সুমন আমাকে প্রথমে প্রেমের প্রস্তাব দেয়। আমি তাকে বলেছিলাম আমরা গরিব। আপনারা সঙ্গে সম্পর্ক আমার সম্পর্ক হবে না। সুমন বলে ধনী-গরিব দেখে প্রেম হয় না।

পরে আমাকে বিয়ে করার জন্য সে এক বছর সময় চায়। তার কথায় আমি নিজের অনেক বিয়ে ভেঙ্গেছি। এখন আমি নিরুপায় হয়ে বিয়ের দাবিতে অনশনে বসেছি। বিয়ে না করা পর্যন্ত আমি অনশন চালিয়ে যাবো।

প্রেমিক সুমনের বাবা আঃ লতিফ জানান, মেয়েটি বলেছে সুমনের সাথে তাঁর সম্পর্ক আছে। আমরা প্রমাণ চাইলে সে প্রমাণ দিতে পারেনি।

কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মইনুল হক চুনু বলেন, বিষয়টি আগেও একবার শুনেছি। দুই পরিবার নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ