বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ন

অনশনরত শিক্ষার্থীদের জন্য আনা ভিসির খাবার ও ওষুধ ফিরিয়ে দিলেন শিক্ষার্থীরা!

রাব্বি মল্লিক, নরসিংদী খবর / ১৭৫ বার
আপডেট : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

উপাচার্য এবং অনশনরত শিক্ষার্থীদের জন্য নিয়ে আসা খাবার ও ওষুধ ফিরিয়ে দিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার (২৪ জানুয়ারি) বিকেলে খাবার ফিরিয়ে দেন তারা।

বর্তমানে নিজ বাসভবনে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।রোববার রাতে তার বাসভবনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

শিক্ষার্থীরা বলেন, ভিসির খাবারের বিষয়টি দেখার দায়িত্ব আমাদের নয়।যেখানে আমাদের শিক্ষার্থীরা মরে যাচ্ছে, তাদের দেখা হচ্ছে না। তাদের দাবি, ভিসি পদত্যাগ না করা পর্যন্ত তার বাসভবনে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

তবে সাংবাদিক, পুলিশ এবং বাসভবনে থাকা অনান্যরা ভেতরে আসা-যাওয়া করতে পারবে বলেও জানান শিক্ষার্থীরা। এর আগে সিলেট সিটি করপোরেশনের দুই কাউন্সিলরের নিয়ে আসা বিরিয়ানি ফিরিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।

এ সময় প্রক্টর ড. আলমগীর কবীর বলেন, আমাদের শিক্ষার্থীরা অহিংস আন্দোলন করে আসছেন। তবে গতকাল থেকে উপাচার্যের বাসভবনের বিদ্যুৎ বন্ধ করে দেন শিক্ষার্থীরা। এতে উপাচার্যের সমস্যা হচ্ছে। তিনি কয়েকদিন ধরে অসুস্থ। এছাড়া তিনি হার্টের রোগী, তাকে নিয়মিত ওষুধ খেতে হয়।

তাই তাকে দেখার জন্য আমরা কিছু খাবার আর ওষুধ নিয়ে এসেছি। তবে আমাদের ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। আমি আমার শিক্ষার্থীদের অনুরোধ করবো তারা যেন এ কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসেন।

এর আগে শিক্ষার্থীরা খাবার নিয়ে আসা সিলেট সিটি করপোরেশনের দুই কাউন্সিলরকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘শাবিপ্রবি বর্তমান এবং সাবেক শিক্ষার্থী ছাড়া আমরা কারও খাবার গ্রহণ করতে চাচ্ছি না। তবে আপনাদের আগমনে আমরা খুশি হয়েছি। ’

এ সময় সিলেট সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াসুর রহমান ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মখলিসুর রহমান কামরান পাঁচ প্যাকেট খাবার নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করতে চাইলে শিক্ষার্থীরা অনুমতি দেননি।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। বাংলাদেশ খবর মিডিয়ার একটি প্রতিষ্ঠান। রাব্বি মল্লিক/এনজে

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ