নোয়াখালী জেলা প্রতিনিধি।। অনলাইনে প্রে’মের ফাঁ’দে ফেলে গো’পনে নারীও ত’রুণীর নগ্ন ভিডিও ধারণ, আটক ১
নোয়াখালীতে প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক স্থাপন, গোপনে নগ্ন ভিডিও ধারণ, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেখিয়ে টাকা ও স্বর্ণালংকার আদায়সহ একাধিক নারী অপহরণ মামলার আসামি মোরশেদ আলম রুবেল (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।গতকাল শুক্রবার (২২ জুলাই) দুপুরে জেলার সোনাইমুড়ী উপজেলার আটিয়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম শনিবার (২৩ জুলাই) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।আটক রুবেল সোনাইমুড়ী উপজেলার আটিয়াবাড়ি এলাকার মৃত. আব্দুল মান্নানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রুবেলের সঙ্গে ৫ মাস আগে মোবাইলে এক নারীর পরিচয় হয়। পরিচয় একসময় প্রেমের সম্পর্কে রূপ নেয়। সে সম্পর্কের সূত্র ধরে সুকৌশলে ওই নারীকে চৌমুহনী থ্রি-স্টার হোটেলে এনে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় এবং গোপনে তার নগ্ন ভিডিও ধারণ করে রুবেল।
পরবর্তীতে রুবেল তার ধারণ করা ভিডিও ওই নারীর মুঠোফোনে পাঠায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় সে নারী থেকে নগদ ৮৫ হাজার টাকা, এক জোড়া কানের দুল ও একটি স্বর্ণের চেইন আদায় করে এবং আরও টাকার জন্য চাপ দিতে থাকে।
ভুক্তভোগী ওই নারী এ বিষয়ে নোয়াখালী পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করলে পুলিশ সুপার জেলা গোয়েন্দা শাখাকে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেন।
ওসি মো. সাইফুল ইসলাম জানান, আটকের সময় রুবেলের কাছ থেকে স্বর্ণের ১ জোড়া কানের দুল, ১টি চেইন ও নগ্ন ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল সেটটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ন বেআইনী এবং শাস্তিযোগ্য অপরাধ তাসরিফ/নরসিংদী জার্নাল