শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৬:০৯ অপরাহ্ন

অজ্ঞান পার্টির এক খপ্পরে পুলিশ সদস্যর

প্রতিনিধির নাম / ৮৫ বার
আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২

ছবি সংগ্রহীত
অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছেন আব্দুস সামাদ (৩৪) নামের এক পুলিশ কনস্টেবল। এ সময় তার কাছে থাকা ২০ হাজার টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রের সদস্যরা। বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর গুলিস্তান এলাকায় আনুমানিক রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ভুক্তভুগী পুলিশ সদস্যকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বর্তমানে তিনি মেডিসিন বিভাগে ভর্তি আছেন।

এ ব্যাপারে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোখলেসুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, গুলিস্তানের কন্ট্রোল রুম থেকে ভুক্তভুগী পুলিশ সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়েছে। এরপর পাকস্থলী ওয়াশ করে,

মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি জানান, আমরা জানতে পারি শ্যামলী থেকে শুভযাত্রা পরিবহনে গুলিস্তানে আসার পথে বাসের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা সুকৌশলে কিছু খাইয়ে তার কাছে থাকা ২০ হাজার টাকা ও একটি দামী ফোন নিয়ে পালিয়ে যায়।

‌তিনি জানান, আব্দুস সামাদ ডিএমপির প্রটেকশন শাখায় কর্মরত। এ ঘটনার পর গাড়ির স্টাফরা গুলিস্তান পুলিশ কন্ট্রোল রুমে আমাদের কাছে দিয়ে যায়। এরপর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
সূত্র বিডি২৪লাইভ

Facebook Comments Box


এ জাতীয় আরো সংবাদ